৫ হাজার টাকা দাম কমলো বাজার কঁপানো OnePlus 5G ফোনের, রয়েছে আরও অনেক অফার

৫০ হাজার টাকা রেঞ্জে আসা OnePlus 5G ফোনের উপর লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি OnePlus 10T সম্পর্কে। এই বছরের আগস্টে ডিভাইসটি ভারতে লঞ্চ হয়েছিল এবং এর দাম শুরু হয়েছিল ৪৯,৯৯৯ টাকা থেকে। তবে এখন এটি সস্তায় কেনা যাবে। OnePlus 10T 5G ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। আসুন এর সাথে পাওয়া অফারগুলি দেখে নেওয়া যাক।

সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 10T 5G স্মার্টফোন

আমরা এখানে ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া অফারের বিষয়ে কথা বলছি। এই মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এখন ফোনটি ৪৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পুরো ৫,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।

অন্যান্য অফারের কথা বললে, Yes ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ১,৫০০ টাকা অতিরিক্ত ছাড়ে ফোনটি পকেটস্থ করা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন বদলেও পাওয়া যাবে ২২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus 10T 5G ফোনে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর সামনে ৬.৭ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত। পারফরম্যান্সের ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে, এগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।