নতুন ভার্সন লঞ্চ হবে শীঘ্রই, তার আগে Royal Enfield এর সবচেয়ে পুরনো বাইকের দামে পরিবর্তন

ক্রমশ বেড়ে চলা গরমের সাথে আমজনতাকে কষ্ট দিয়ে চলেছে বিভিন্ন টু-হুইলার কোম্পানির মূল্য বৃদ্ধির ঘোষণা। জুন শুরু হতেই রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের জনপ্রিয় মোটরসাইকেলগুলির দাম বাড়ানোর কথা খবর নিয়ে হাজির হচ্ছে। যে তালিকায় নব সংযোজন Bullet 350। রয়্যাল এনফিল্ডের সবচেয়ে পুরনো মডেলটির দাম ৩,০০০ টাকার কাছাকাছি বাড়ানো হয়েছে।

Royal Enfield Bullet 350-এর দাম বৃদ্ধি পেল

রয়্যাল এনফিল্ড বুলেট-এর কিক স্টার্ট ভ্যারিয়েন্ট কিনতে এখন খরচ পড়বে ১,৬০,১৭৮ টাকা (এক্স-শোরুম)। যেখানে ইলেকট্রিক স্টার্ট ট্রিমের দাম ১,৬৮,৯৭০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। তবে দাম বাড়ানো হলেও মোটরসাইকেলটির বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি।

প্রসঙ্গত, শীঘ্রই Bullet 350-এর নতুন প্রজন্মের মডেল আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। যেটি নতুন ‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। ইতিমধ্যেই ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন একাধিকবার নতুন ভার্সনটির দর্শন মিলেছে। আগামী কয়েকমাসের মধ্যেই ভারতের বাজারে এটি লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে বুলেট ৩৫০-এ রয়েছে একটি ৩৪৬ সিসি, এয়ার-কুল্ড, লং-স্ট্রোক ইঞ্জিন। যা থেকে ১৯.১ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। বাইকটির সামনে ও পেছনে রয়েছে ১৯ ইঞ্চি হুইল, এবং টেলিস্কোপিক ফর্ক ও ডুয়েল স্প্রিং। ব্রেকের দায়িত্ব সামলাতে রয়েছে ডিস্ক ও ড্রাম ইউনিট। এদেশে Royal Enfield Bullet 350-এর প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে।