অসাধারণ ডিজাইনের সঙ্গে ব্যাপক শক্তি নিয়ে ভারতে হাজির ডুকাটির নয়া Scrambler বাইক

নিজেদের স্ক্র্যাম্বলার সিরিজের একঝাঁক নতুন বাইক ভারতে লঞ্চ করল Ducati। নিউ জেনারেশন বাইকগুলি যেমন হালকা তেমনই পারফরম্যান্সের দিক থেকেও যথেষ্ট উন্নত। আবার ডিজাইনেও এসেছে কিছু বদল। নতুন প্রজন্মের স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলির মধ্যে রয়েছে Icon, Full Throttel এবং Nightshift। যার মধ্যে প্রথমটির এক্স শোরুম মূল্য ১০.৩৯ লাখ টাকা। অন্যদিকে Full Throttel এবং Nightshift ভ্যারিয়েন্ট দুটি কিনতে খরচ হবে ১২ লক্ষ টাকা (এক্স শোরুম)।

Ducati Scrambler: Icon

স্ক্র্যাম্বলার সিরিজের এই মডেলটি তার পূর্বতন সংস্করণের তুলনায় চার কেজি ওজন কমিয়েছে। যদিও এর সিংহভাগ কৃতিত্ব কিন্তু নতুন সাব-ফ্রেম এবং আপডেটেড ইঞ্জিনের যন্ত্রাংশের উপরেই বর্তায়। Ducati Icon এর সিটের স্টাইল, ফুয়েল ট্যাংক, সাইড প্যানেল, গ্রাফিক্স সমস্ত কিছুই বদলেছে। নতুন ধরনের গ্রাফিক্স ব্যবহার করার ফলে বাইকটির লুক অনেকটাই পরিবর্তিত হয়েছে। হ্যান্ডেল বার খানিকটা নিচের দিকে অবস্থিত, যা রাইডারকে বাড়তি সুবিধা যোগাবে। এর ফলে বাতাসের বাধা পেরিয়ে চলা অনেকটাই সহজ হবে।

Ducati Scrambler: Full Throttel

ডুকাটির নতুন স্ক্র্যাম্বলারের Full Throttel সংস্করণটি অনেকাংশেই US Flat Track প্রতিযোগিতা থেকে ডিজাইন নিয়েছে। নতুন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো স্পোর্টি সিট কভার, কালো রংয়ের এগজস্ট পাইপ, ছোট ফেন্ডার, পিছনের দিকে ফেল্ডারবিহীন অংশ, অ্যালয় হুইল এর উপর লাল রঙের ট্যাগ, Termignoni সাইলেন্সার, এলইডি টার্ন ইন্ডিকেটর এবং বাই ডাইরেক্টরাল কুইক শিফটার। বাইকটির সাইড প্যানেলের উপর ইংরেজিতে “৬২” সংখ্যাটি লেখা রয়েছে। এছাড়াও এতে লাগানো নতুন ধরনের স্কিড-প্লেট অনেকটাই বাড়তি সুরক্ষা প্রদান করে।

Ducati Scrambler: Nightshift

ক্যাফে রেসার স্টাইলের বাইকের ডিজাইন অনুকরণ করা হয়েছে এই ভ্যারিয়েন্টে। স্পোক যুক্ত চাকা থেকে শুরু করে বার এন্ড মিরর, ফ্ল্যাট হ্যান্ডেল বার, সাইড নাম্বার প্লেট, সামনের দিকের ছোট ফেল্ডার, পিছন দিকের ফেল্ডার বিহীন অংশ, এলইডি টার্ন ইন্ডিকেটর এই সমস্ত পরিবর্তন ঘটেছে Ducati Nightshift এর মধ্যে। এছাড়াও বাইকটির সর্বত্রই অ্যালুমিনিয়ামের উপর কালো রংয়ের কাজ নজরে আসে। এমনকি Full Throttel এর বেশ কিছু ডিজাইনগত বৈশিষ্ট্য আছে এতে। যেমন- কালো রংয়ের এগজস্ট পাইপ এবং ছোট ফেন্ডার।

Ducati Scrambler: ইঞ্জিন স্পেসিফিকেশন

নতুন ধরনের যন্ত্রাংশ সহযোগে এই সিরিজের তিনটি বাইকেই পূর্বের তুলনায় উন্নত ইঞ্জিন ব্যবহার হয়েছে। এদের চালিকাশক্তি সরবরাহ করে ডবল ভালভ যুক্ত ৮০৩ সিসির এয়ার/ওয়েল কুল্ড ইঞ্জিন। ৮২৫০ আরপিএম গতিতে ইঞ্জিনটি সর্বোচ্চ ৭৩ হর্সপাওয়ার শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৬৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সাথে যোগ্য সঙ্গত দিচ্ছে সিক্স স্পিড গিয়ার বক্স।