Redmi Note 10 Pro সবচেয়ে কম দামে কেনার সুযোগ, পাবেন ১২,৫০০ টাকা পর্যন্ত অফ

প্রায় পাঁচ মাস আগে বাজারে এসেছে Xiaomi-র Redmi Note 10 Pro নামক ফিচারে ঠাসা স্মার্টফোন। ইতিমধ্যে ফোনটি গ্রাহকমহলে বেশ সমাদৃত-ও (পড়ুন প্রশংসিত) হয়েছে। সেক্ষেত্রে আপনিও যদি বর্তমান এই শক্তিশালী মিড রেঞ্জার ফোনটি কিনতে আগ্রহী হন, কিন্তু সাশ্রয়ের জন্য কোনো ডিসকাউন্ট অফারের অপেক্ষায় থাকেন – তাহলে হালফিল সময় এটি পকেটস্থ করার সুবর্ণ সুযোগ হতে পারে। কারণ Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-য় ‘Redmi Note’ সিরিজের এই লেটেস্ট Redmi Note 10 Pro মডেলটির ওপর কিছু অফার দেওয়া হচ্ছে। ফলে এই মুহূর্তে ফোনটি কিনলে, ক্রেতারা ১২,৫০০ টাকা পর্যন্ত অফ পেতে পারেন। চলুন দেখে নিই, ঠিক কিভাবে এবং কত সস্তায় মিলবে Redmi Note 10 Pro?

ভারতে Redmi Note 10 Pro-এর দাম

রেডমি নোট ১০ প্রো হ্যান্ডসেটটি বাজারে দুটি স্টোরেজ অপশনে উপলব্ধ। এক্ষেত্রে ফোনটির ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে চাইলে ১৭,৯৯৯ টাকা খরচ হবে। আবার এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য লাগবে ১৮,৯৯৯ টাকা।

Redmi Note 10 Pro-এর ওপর কী অফার মিলছে

এই মুহূর্তে অ্যামাজন ইন্ডিয়ায় এই রেডমি ফোনটি বিশেষ অফারের সাথে তালিকাভুক্ত হয়েছে। যেমন HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে ফোনটি কিনতে চাইলে ১১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ ফোনটি কেনার সময় সব মিলিয়ে ১২,৫০০ টাকা পর্যন্ত সঞ্চয় করা যাবে।

এছাড়াও, MobiKwik-এর মাধ্যমে পেমেন্ট করলে ২০০ টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ থাকবে। তবে এর জন্য আপনাকে ‘SAVE200’ কোড ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, এই নতুন ফোনের সাথে Jio গ্রাহকরা ৩৪৯ টাকার রিচার্জ করলে ১০,০০০ টাকা বেনিফিট পাবে।

Redmi Note 10 Pro-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওস-এ চলে। ফটোগ্রাফির জন্য এই মোবাইলে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সাথে পাওয়ারের জন্য রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন