Tecno ফোনে উঠবে ঝকঝকে ছবি, ব্যবহার করা হবে Samsung-এর নতুন RGWB ইমেজ সেন্সর

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড,Tecno Mobiles তাদের ফোনগুলিতে RGBW পিক্সেল অ্যারে যুক্ত একটি নতুন স্যামসাং ইমেজ সেন্সর ব্যবহার করার কথা ঘোষণা করল। সাম্প্রতিক একটি সম্মেলনে, কোম্পানিটি আসন্ন Samsung Isocell GWB মোবাইল ইমেজিং সেন্সর তাদের ফোনে ব্যবহার করবে বলে জানিয়েছে। নতুন এই সেন্সরে লাল, সবুজ এবং নীল পিক্সেলের সাথে একটি সাদা পিক্সেলও যোগ করা হয়েছে। উল্লেখ্য, RGBW পিক্সেল অ্যারে প্রযুক্তিটি পূর্বে ব্যবহৃত হলেও, সাদা পিক্সেল এই নতুন সেন্সরের মাধ্যমে শুট করা ছবিগুলিকে কীভাবে প্রভাবিত করে, সেটাই দেখার।

রিপোর্ট মারফত জানা যাচ্ছে, Samsung Isocell GWB ইমেজ সেন্সরটি প্রকৃতপক্ষে একটি ৬৪ মেগাপিক্সেল ইমেজ রেজোলিউশন যুক্ত RGBW সেন্সর হতে চলেছে। সাদা পিক্সেলের উপস্থিতি সম্ভবত সেন্সরটির আলোর প্রতি সংবেদনশীলতাকে সামগ্রিক ভাবে বেশ খানিকটা বাড়িয়ে তুলবে, যার ফলস্বরূপ কম আলোয় দুর্দান্ত ফটোগ্রাফি হবে।

এই সেন্সরটি কবে নাগাদ বাজারে আসবে, তা এই মুহুর্তেই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে,Tecno ও Samsung- এর এই সাম্প্রতিক পারস্পরিক অংশীদারীত্বের সাথে সঙ্গতি রেখেই, ২০২২ সালের একেবারে শুরুতে Samsung Isocell GWB সেন্সর যুক্ত একটি Tecno স্মার্টফোন বাজারে লঞ্চ হতে পারে বলে আমাদের অনুমান। যদিও, আগামি বছরের প্রথমার্ধে, স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Galaxy S22 সিরিজ চালু করার পূর্বেই এটি মার্কেটে আসতে চলেছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

জানিয়ে রাখি, দুই কোম্পানির এই পার্টনারশিপের কথা প্রকাশ্যে আসার কিছুদিন আগেই টেকনোর তরফে স্যামসাং-এর পোর্টফোলিওতে থাকা স্মার্টফোনগুলিতে উপযুক্ত বৈচিত্র্যের অভাব আছে বলে দাবি করা হচ্ছিল৷ সম্প্রতি, টেকনোর এক টুইটে, স্যামসাং ব্যবহারকারীদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্নক সুরে ‘সেম সং’ এর মোহে না পড়ার উপদেশও দেওয়া হয়েছিল, যার দ্বারা পরোক্ষভাবে স্যামসাং-এর ফোনগুলির বৈচিত্র্যহীনতার প্রতিই তোপ দাগা হয়েছে। এমনকি টুইটে, স্যামসাং-এর কোনও ভাল বিকল্প ফোন (সম্ভবত তাদের নিজস্ব কোম্পানির ফোন) বেছে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে গ্রাহকদের। তবে এসব কিছু যে কেবল ব্যবসায়িক কৌশল ছিল, দুটি কোম্পানি হাত মেলানোয় এখন তা পরিষ্কার