OnePlus Nord-র জন্য এল নতুন আপডেট, সস্তা এই ফোন সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

গতকালই ভারতে লঞ্চ হয়েছে মিড রেঞ্জ 5G ফোন OnePlus Nord। আজই এই ফোনের জন্য নতুন আপডেট আনলো কোম্পানি। ভারতে ওয়ানপ্লাস নোর্ড এর সেল শুরু হবে ৪ আগস্ট থেকে। অর্থাৎ আপনি ফোন কিনেই নতুন আপডেট পেয়ে যাবেন। ওয়ানপ্লাস নর্ডের জন্য আসা এই আপডেটের সাইজ ১০৩ এমবি। যদিও এটি খুব বড় কোনো আপডেট নয়, তবে নতুন আপডেটে ভিডিও কলিং পারফরম্যান্স উন্নত হবে। পাশাপাশি সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। অর্থাৎ আপনি এই আপডেটে ক্যামেরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন।

ওয়ানপ্লাস নোর্ড তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতে এসেছে। ফোনটির দাম শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৯,৯৯৯। এই ফোনটি Amazon থেকে পাওয়া যাবে। ৬ জিবি র‌্যাম ছাড়া ভারতে এই ফোনের সেলের শুরু হবে ৪ আগস্ট দুপুর ১২টা থেকে। ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট সেপ্টেম্বরে পাওয়া যাবে। ফোনটি এসেছে ব্লু মার্বেল, গ্রে অনিক্স কালারে। আসুন ওয়ানপ্লাস নোর্ড এর বিষয়ে ৭টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।

ওয়ানপ্লাস নর্ড কোনও অফিশিয়াল আইপি রেটিং সহ আসেনি। এর কারণ কোম্পানি ফোনের দাম হ্রাস করতে চেয়েছে। এই ফোনটিকে শাওমি, রিয়েলমির মিড রেঞ্জ ফোনকে টেক্কা দিতে আনা হয়েছে।

OnePlus Nord ফোনে ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এটিও ফোনের দাম কম রাখার জন্য। এর বদলে কোম্পানি ওয়ানপ্লাস বাডস ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করেছে।

ওয়ানপ্লাস নোর্ড হল কোম্পানির প্রথম ফোন যেখানে পাঞ্চ হোল ডিজাইনের সাথে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনেও ৫জি সাপোর্ট করবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে এসেছে। গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬২০ জিপিইউ।

অন্যান্য ওয়ানপ্লাস ফোনের মত এখানেও ২ বছরের সফটওয়্যার আপডেট এবং ৩ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

এই ফোনে ৪,১১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই চার্জার ৩০ মিনিটে ৭০ শতাংশ চার্জ করতে পারে। এতে Warp Charge ইউএসবি টাইপ সি পোর্ট আছে।