বিশ্বে এমন ফোন প্রথম! 6000mah ব্যাটারি ও 80W চার্জিং সহ আসছে iQOO Z9 Turbo

বিখ্যাত স্মার্টফোন প্রসেসর নির্মাতা, কোয়ালকম (Qualcomm) গত মাসে Snapdragon 8s Gen 3 উন্মোচন করেছে, যা আসলে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ চিপসেটের টোন-ডাউন ভার্সন। এটি প্রথম Xiaomi Civi 4 Pro-এ ব্যবহৃত হয়েছে। এমনকি, চিপসেটটি আসন্ন Redmi Turbo 3, Realme GT Neo 6 এবং iQOO Z9 Turbo-এর মতো মডেলে ব্যবহার বলে জানা গেছে৷ একটি সূত্র ধারাবাহিকভাবে ফোনটির সম্পর্কে নানান তথ্য ফাঁস করেছে। আর আজ, সেখান থেকে iQOO Z9 Turbo-এর স্পেসিফিকেশন বিষয়ক প্রায় সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে। এটি এই মাসেই (এপ্রিল) চীনে রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। চলুন দেখে নিই, ফোনটিতে কী কী চমক থাকবে।

iQOO Z9 Turbo-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, আইকো জেড9 টার্বো-তে ফ্ল্যাট ডিজাইন সহ 6.78 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। 1.5K রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করার পাশাপাশি, স্ক্রিনটি 2160 হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করবে বলেও শোনা যাচ্ছে। নিরাপত্তার জন্য, মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট-চালিত আইকো জেড9 টার্বো 12 জিবি/ 16 জিবি র‍্যাম সহ আসতে পারে। উভয় ভ্যারিয়েন্টেই 512 জিবি বিল্ট-ইন স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে আসতে পারে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি অফার করবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z9 Turbo-এর পিছনে ডুয়েল ক্যামেরা সিস্টেমের মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের লেন্স উপস্থিত থাকতে পারে। সেলফির জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, iQOO Z9 Turbo লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলবে। ডিভাইসটিতে গ্রাফিক্সের জন্য ডেডিকেটেড চিপ থাকতে পারে।