Nothing Phone 3 কবে বাজারে আসবে? সংস্থার ঘোষণার আগেই রিপোর্ট ফাঁস হল

গত কয়েক মাস ধরে জল্পনা শোনা যাচ্ছে যে নাথিং (Nothing) তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোনের ওপর কাজ করছে। সাম্প্রতিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সেটি Nothing Phone 2a নামে বাজারে আসবে। আর এখন, একটি নতুন প্রতিবেদনে এই ডিভাইসটির পাশাপাশি পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ Nothing Phone 3-এর লঞ্চের টাইমলাইন প্রকাশ করা হয়েছে। কবে লঞ্চ হতে পারে এই ডিভাইসগুলি, আসুন জেনে নেওয়া যাক।

Nothing Phone 3 এবং Nothing Phone 2a-এর লঞ্চ টাইমলাইন

সঞ্জু চৌধুরী নামে এক টিপস্টার তার এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে নাথিংয়ের আপকামিং ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছেন। তার দাবি, নাথিং ফোন ২এ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে। অর্থাৎ, ফোনটি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কোনও এক সময়ে বাজারে পা রাখতে পারে। অন্যদিকে, প্রিমিয়াম নাথিং ফোন ৩ তার পূর্বসূরির ধারা মেনেই এ বছর জুলাই মাসে আত্মপ্রকাশ করবে।

তবে এখানেই শেষ নয়, নাথিং একটি নতুন ইয়ারবাডের ওপরও কাজ করছে। লন্ডন-ভিত্তিক ব্র্যান্ডটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাড লঞ্চ করার পরিকল্পনা করছে, যেটিকে আপাতত সিএমএফ নাথিং বাডস ২ প্রো নামে ডাকা হচ্ছে৷ যদিও, এই ইয়ারবাডের অফিসিয়াল নাম এখনও অস্পষ্ট, তবে এই টিডব্লিউএস-টি সিএমএফ-এর বাডস প্রো-এর সরাসরি উত্তরসূরি হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং এটি বাডস ২ প্রো হিসাবে নাথিং ব্র্যান্ডিং সহ সিএমএফ-এর একটি অংশ হতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দিয়েছে যে, আসন্ন Nothing Phone 2a-এ বড় ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ক্যামেরার ক্ষেত্রে, পিছনে ৫০ মেগাপিক্সেলের Samsung S5KGN9 সেন্সর থাকবে। প্রধান ক্যামেরাটি ১/২.৭৬ ইঞ্চির সেন্সর সাইজ এবং ০.৬৪ মাইক্রন পিক্সেল সাইজের ৫০ মেগাপিক্সেলের Samsung S5KJN1 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ক্যামেরা দেখা যাবে।