মিলিটারি গ্রেড সুরক্ষার সাথে আসছে Motorola Defy 2021, থাকবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা

দীর্ঘ সময় পর নতুন অবতারে ফিরছে Motorola-র Defy স্মার্টফোন। ইতিমধ্যেই Google Play Console-এর পাশাপাশি Geekbench বেঞ্চমার্কিং সাইটে স্মার্টফোনটি দেখা গিয়েছে, যা Motorola-র Defy (2021)-এর আসন্ন লঞ্চের দিকেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তবে আত্মপ্রকাশের আগে ডিভাইসটির রেন্ডার, স্পেসিফিকেশন এবার ফাঁস হল। Motorola-র Defy (2021) সম্পর্কে কী কী নতুন তথ্য সামনে এল আসুন জেনে নেওয়া যাক।

Motorola Defy স্পেসিফিকেশন ও ফিচার

অনলিকস নামে পরিচিত বিখ্যাত টিপস্টার ইভান ব্ল্যাস মোটোরোলা ডিফাই (২০২১) স্মার্টফোনের স্পেকস ও রেন্ডার শেয়ার করেছে। সেই অনুযায়ী, মোটোরোলা ডিফাই নতুন ভার্সন ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ওয়াটারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে সহ আসবে, যার স্ক্রিন রেজোলিউশন ৭০০x১৬০০ পিক্সেল। আবার ফোনের ওপরে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন দেওয়া হয়েছে।

নতুন অবতারে মোটোরোলা ডিফাইতে IP68 রেটিংযুক্ত ওয়াটার ও ডাস্ট-প্রুফ ডিজাইন থাকবে৷ ফলে ৫ ফুট জলের তলায় ৩৫ মিনিট রাখলেও ফোনের ক্ষতি হবে না। আবার ৬ ফুট উপর থেকে নীচে ফেললেও ফোন অক্ষত থাকবে। এছাড়াও,  মিলিটারি স্পেক 810H এর সাথে কমপ্লাই করার জন্য হিউমিডিটি, থার্মাল শক, -৩০ ডিগ্রী সেলসিয়াস থেকে থেকে ৭৫ ডিগ্রী সেলসিয়াস অব্দি ৩০ মিনিট পর্যন্ত তাপমাত্রা সহন করতে পারবে। এছাড়া জীবাণুনাশক বা সাবান দিয়ে ফোন ধোয়া যাবে। অর্থাৎ সব অর্থেই মোটোরোলা ডিফাই (২০২১) রাগড ফোনের চরিত্র পাচ্ছে।

মোটোরোলা ডিফাই ২০২১ স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর দ্বারা পরিচালিত হবে। সাথে থাকবে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশন। ফোনের পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল মেইন সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা থাকবে৷ সামনের দিকে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

মোটোরোলা ডিফাই ২০২১-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ২০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর সাথে এলেও অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে আপগ্রেড করা যাবে। ব্ল্যাক ও ফোর্জড গ্রীন কালার অপশনে মোটোরোলা ডিফাই ২০২১ লঞ্চ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন