Vivo Y01: 8.5 হাজারে ভিভো-র নতুন ফোন, থাকবে ডুয়েল ক্যামেরা ও 5000mah ব্যাটারি

অন্যান্য দেশে লঞ্চ হওয়ার আগে ইউরোপে আসছে Vivo Y সিরিজের নতুন ফোন৷ যার নাম Vivo Y01৷ টিপস্টার সুধাংশুর কাছ থেকে তথ্য পেয়ে Vivo Y01-এর দাম, ছবি, স্পেসিফিকেশন সম্বন্ধীয় যাবতীয় তথ্য প্রকাশ করেছে মাইস্মার্টপ্রাইস৷ ভিভো’র নতুন স্মার্টফোনে থাকবে ৬.৫১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি৷

ভিভো ওয়াই০১ দাম
(Vivo Y01 Price)

ভিভো ওয়াই০১-এর দাম ইউরোপে ১০০ ইউরো থেকে ২০০ ইউরোর (৮,৪২০ টাকা থেকে ১৬.৩৮০ টাকা) মধ্যে রাখা হবে৷ এটি ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম৷ এটি একটাই মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে৷

ভিভো ওয়াই০১ স্পেসিফিকেশনস
(Vivo Y01 Specifications)

৬.৫১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে আসবে ভিভো ওয়াই০১, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে৷ সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ এডিশনে রান করবে৷ এর সঙ্গে থাকবে ফানটাচ ১১.১ ইন্টারফেস৷
ভিভো ওয়াই০১ ফোনে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে, তা জানা যায়নি৷

ফটোগ্রাফির জন্য, Vivo Y01 ডুয়েল ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে – একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর৷ সেল্ফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা৷ Vivo Y01-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ অর্থাৎ এটি বাজেট রেঞ্জের হ্যান্ডসেট হিসেবে আসছে৷

ভিভো ওয়াই০১-এর কানেক্টিভিটি ফিচারগুলির মধ্যে দেখা যাবে ডুয়াল-সিম, মাইক্রোইউএসবি পোর্ট, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই, প্রভৃতি৷ ফোনে সিকিউরিটির জন্য ফেস আনলচ ফিচার থাকবে৷ ভিভো ওয়াই০১ কালো ও নীল রঙে উপলব্ধ হবে৷