Airtel আনল 2টি বাজেট প্ল্যান, রিচার্জে আনলিমিটেড ডেটা-কলের সাথে Netflix, Hotstar বেনিফিট ফ্রি

ভারতের টেলিকম সেক্টরের অন্যতম পুরোনো প্লেয়ার Bharti Airtel, যা আজকের সময়েও Jio-র দাপটের সাথে পাল্লা দিয়ে ব্যবসা চালাচ্ছে। বর্তমানে তারা দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাও বটে, যাদের ৩৭ কোটিরও বেশি ইউজারবেস রয়েছে। সেক্ষেত্রে এই কোটি কোটি
গ্রাহকের মুখে হাসি ধরে রাখতে এবং অবশ্যই প্রতিযোগিতায় চাল দিতে Airtel একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। যেমন OTT কেন্দ্রিক এই যুগে দাঁড়িয়ে সম্প্রতি কোম্পানিটি কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে, যেগুলিতে Netflix এবং Disney+Hotstar-এর মতো প্ল্যাটফর্মের অ্যাক্সেস ফ্রি পাবেন। হ্যাঁ, আপনি যদি Airtel-এর সিম ব্যবহার করেন এবং এক রিচার্জে যাবতীয় বেসিক বেনিফিটের সাথে অতিরিক্ত বিনোদন পেতে চান, তাহলে ৮৩৯ টাকা এবং ১,৪৯৯ টাকার দুটি নতুন প্ল্যান বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। আসুন, এখন এই জোড়া প্ল্যানের সুবিধা সম্পর্কে জেনে নিই।

Airtel এনেছে এই দুটি পয়সা উসুল প্ল্যান

১. Airtel-এর ৮৩৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সাথে আসে। এদিকে এতে প্রতিদিন ২ জিবি করে মোট ১৬৮ জিবি ডেটা, ১০০টি এসএমএস/রোজ এবং আনলিমিটেড কল পাবেন। সবচেয়ে বড় ব্যাপার হল যে, এতে ৩ মাসের জন্য ডিজনি+হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন মিলবে।

২. Airtel-এর ১,৪৯৯ টাকার প্ল্যান: এরও বৈধতা ৮৪ দিন, আর এই প্ল্যান রিচার্জে প্রতিদিন ৩ জিবি ডেটার সাথে রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা মেলে। ওটিটি বেনিফিটের কথা বললে, এটি ফ্রি নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন অফার করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনার এলাকায় ৫জি (5G) পরিষেবা উপলব্ধ থাকলে বা কাছে ৫জি সাপোর্টেড ফোন থাকলে আপনি এই দুটি প্ল্যানেই আনলিমিটেড হাই-স্পিড ডেটা পাবেন। অর্থাৎ সব মিলিয়ে টেক-স্যাভি ইউজারদের জন্য যে এগুলি রিচার্জের আদর্শ বিকল্প, তাতে সন্দেহ নেই!