iPhone SE 4: ব্যাটারি হবে আরও শক্তিশালী, কম দামী আইফোনে আসছে দরকারী ফিচার

অ্যাপল (Apple) তাদের ব্যয়বহুল প্রিমিয়াম গ্রেডের iPhone মডেলগুলির পাশাপাশি, মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে SE-ব্র্যান্ডিংয়ের সাথে সাশ্রয়ী মূল্যের iPhone-ও বাজারে লঞ্চ করে থাকে। তবে iPhone SE সিরিজটি ফ্ল্যাগশিপ লাইনআপের মতো প্রতি বছর রিফ্রেশ করা হয় না। মার্কিন সংস্থাটি গত বছর মার্চ মাসে iPhone SE 3 মডেলটি লঞ্চ করেছিল। অ্যাপল আগামী বছর উত্তরসূরি হিসাবে Apple iPhone SE 4 (বা iPhone SE 2024) মডেলটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। গত মাসের একটি রিপোর্টে দাবি করা হয় যে, এটি অনেক দিক থেকে Apple iPhone 14-এর মতো হবে। আর এখন জানা গিয়েছে, iPhone SE 4-এ একই ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যেমনটা iPhone 14-এ পাওয়া যায়। এটি ইঙ্গিত করে যে, ২০২৪ সালের ভ্যারিয়েন্টটি গত বছরের iPhone SE 3-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত ব্যাটারি লাইফ অফার করবে।

iPhone SE 2024-এর ব্যাটারি স্পেসিফিকেশন

ম্যাকরিউমার্স-এর রিপোর্ট অনুসারে, আইফোন এসই ২০২৪-এর আংশিকভাবে অ্যাসেম্বল করা প্রোটোটাইপে A2863 মডেল নম্বর বহনকারী ব্যাটারি রয়েছে। অ্যাপল আগে আইফোন ১৪-এও একই ব্যাটারি ব্যবহার করেছে। জানিয়ে রাখি, পূর্বসূরি আইফোন এসই ৩ (বা আইফোন এসই ২০২২)-তে ২,০১৮ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ নতুন রিপোর্টের ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে, আইফোন এসই ৪ উল্লেখযোগ্যভাবে বড় ৩,২৭৯ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসতে পারে। এটি লক্ষণীয় যে, ফাঁস হওয়া তথ্যটি আইফোন এসই ৪-এর প্রোটোটাইপ ইউনিটের ওপর ভিত্তি করে এবং এখনও বিকাশের পর্যায়ে থাকার ফলে পরে এর পরিবর্তনও হতে পারে।

মনে করা হচ্ছে, আইফোন এসই সিরিজের জন্য নতুন কম্পোনেন্ট তৈরি করা অ্যাপলের পক্ষে সম্ভব নাও হতে পারে। সুতরাং, কোম্পানিটি সম্ভবত চতুর্থ প্রজন্মের আইফোন এসই নির্মাণ করতে বিদ্যমান উপাদানগুলিই ব্যবহার করবে। এই ধারণাটি আরও পোক্ত হয় অতীতের উদাহরণগুলি দেখলে। কেননা, ২০২০ সালে লঞ্চ হওয়া আইফোন এসই ২-এ একই ১,৮২১ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়, যা আইফোন ৮-এ উপলব্ধ ছিল।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, iPhone SE 4-এ একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি অ্যাকশন বাটন অবস্থান করবে, যা SE সিরিজের জন্য নতুন। এটিতে ট্রুডেপ্থ (TrueDepth) ক্যামেরা সিস্টেমের জন্য নচ সহ ৬.১ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা নির্দেশ করে যে ডিভাইসটি অ্যাপলের ফেস আইডি ফিচারটি সাপোর্ট করবে৷ ফটোগ্রাফির জন্য, iPhone SE 4-এ একটিমাত্র ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে।