কনফার্ম! Mi Mix 4 আগামী ১০ আগস্ট আন্ডার ডিসপ্লে ক্যামেরার সাথে আসছে, দেখে নিন অন্যান্য ফিচার

১১ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্ট৷ ওই দিন গ্যালাক্সি জেড ফোল্ড (Galaxy fold) সিরিজের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন লঞ্চ হবে বলেই যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছিল স্যামসাং৷ তবে এবার তাতে কিছুটা ভাগ বসাল স্যামসাংয়ের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী শাওমি (Xiaomi)৷ চীনা স্মার্টফোন কোম্পানিটির প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন বলে চর্চায় থাকা Mi Mix 4 লঞ্চ হচ্ছে ১০ আগস্ট; গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের ঠিক একদিন আগে৷ চীনের স্থানীয় সময় সন্ধ্যে ৭.৩০টা নাগাদ Mi Mix 4 আত্মপ্রকাশ করবে৷ আজ চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo)-তে পোস্ট করে এমনটাই জানিয়েছে শাওমি৷

Mi Mix 4 লঞ্চ হচ্ছে ১০ আগস্ট

এমআই মিক্স ৪-এর সঙ্গে একইসময়ে এমআই সিসি১১ সিরিজ এবং এমআই প্যাড ৫ ট্যাবলেট সিরিজ লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছিল৷ যদিও ১০ আগস্ট এমআই মিক্স ৪ ছাড়া অন্য কোনও ডিভাইস লঞ্চ হবে কি না, তা এখনও শাওমি জানায়নি৷

Mi Mix 4-এর মডেল নম্বর কি 2016118C?

সম্প্রতি চীনের 3C ও TENAA সার্টিফিকেশন প্রাপ্ত 2016118C মডেল নম্বরের ফোনটি Mi Mix 4 নামে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে৷

3C সার্টিফিকেশন ইঙ্গিত করছে যে Mi Mix 4 স্মার্টফোন ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া এতে ৭০ ওয়াট বা ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে৷

অন্যদিকে, TENAA-র লিস্টিং অনুসারে এমআই মিক্স ৪ দু’টি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। যদিও আমাদের অনুমান এমআই মিক্স ৪ অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে৷

Mi Mix 4 স্পেসিফিকেশন

এমআই মিক্স ৪ স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হবে। শাওমির এই ওলেড স্ক্রিনের মধ্যেই থাকবে অদৃশ্য সেলফি ক্যামেরা। শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন হবে এটি। ক্যামেরার জন্য সামনে নচ না থাকায় সত্যিকারের বেজেললেস এক্সপেরিয়েন্স পাবে ইউজারেরা৷ তবে নতুন সেলফি ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের জন্য এমআই মিক্স ৪ কেবলমাত্র ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে৷ তবে এটি প্রথাগত ১০৮০ পিক্সেল প্যানেলের তুলনায় আরও ভাল ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে৷

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর বা এর থেকেও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর সহযোগে এমআই মিক্স ৪ আসতে পারে। ফোনে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজের জন্য মাইক্রনের uMCP5 চিপ ইন্টিগ্রেট করা হতে পারে৷ এমআই মিক্স ৪-এর পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে স্যামসাংয়ের GN1 সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন