চীনা ব্র্যান্ডের টেক্কা দিতে লাভার নতুন অস্ত্র Lava Blaze 1X 5G, লঞ্চের আগেই ছবি-ফিচার্স লিক

লাভা (Lava) ধারাবাহিকভাবে ভারতীয় বাজারে সাশ্রয়ী মূল্যে একাধিক উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে। সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে যে, ভারতীয় কোম্পানিটি মে মাসে Lava Agni 2 লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সাথে এও শোনা যাচ্ছে যে, Blaze 1X 5G নামের আরেকটি নয়া ফোনও আগামী মাসে লঞ্চ হতে পারে। যদিও ইতিমধ্যেই Agni 2-এর কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে, তবে এতদিন Lava Blaze 1X 5G সম্পর্কে কিছুই জানা যায়নি। কিন্তু এখন সূত্রের সৌজন্যে Lava Blaze সিরিজের এই আপকামিং ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে।

ফাঁস হল Lava Blaze 1X 5G-এর স্পেসিফিকেশন

অরিত্র সরকার নামে এক টুইটার ইউজার লাভার অফিসিয়াল ওয়েবসাইটে ব্লেজ ১এক্স ৫জি-এর একটি লিস্টিং স্পট করেন। সেটি এখন ওয়েবসাইটে উপলব্ধ না থাকলেও, তিনি কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই অনুযায়ী, ব্লেজ ১এক্স ৫জি-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ওয়াইডভাইন এল১ (Widevine L1) সাপোর্ট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি ৬ জিবি র‍্যাম + ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে। ব্লেজ ১এক্স ৫জি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।

ব্লেজ ১এক্স ৫জি-এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি ভিজিএ (VGA) সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ব্লেজ ১এক্স ৫জি-তে সম্ভবত ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। তবে, লাভা এই ফোনটির সাথে একটি ১২ ওয়াটের চার্জার সরবরাহ করতে পারে।

এছাড়াও, Lava Blaze 1X 5G ব্লুটুথ ৫.১-এর পাশাপাশি এন১, এন৩, এন৫, এন৮, এন২৮, এন৪১, এন৭৭ এবং এন৭৮ – এই ৫জি ব্যান্ডগুলি সাপোর্ট করবে। ৮.৯ মিলিমিটার পুরুত্ব সহ ডিভাইসটির ওজন ২০৭ গ্রাম হবে। এটি গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু রঙে আসবে। যদি এই তথ্যগুলি সত্য হয়, তাহলে Lava Blaze 1X 5G ভারতীয় স্মার্টফোন বাজারে একটি চমকপ্রদ সংযোজন হতে পারে, যা সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় কিছু স্পেসিফিকেশন অফার করবে।