65,000 টাকা ছাড়ে কিনে ফেলুন মারুতির এই গাড়ি, দেখতে একদম আলাদা, মাইলেজও ভাল

মারুতি সুজুকির (Maruti Suzuki) প্রিমিয়াম নেক্সা (Nexa) ডিলারশিপ চ্যানেল থেকে বিক্রিত একমাত্র হ্যাচব‌্যাক গাড়ি হল ignis। ইয়ার-এন্ড অফার হিসাবে এখন গাড়িটিতে সর্বোচ্চ ৬৫,০০০ টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে সংস্থা। যার মধ্যে রয়েছে ৪০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার বৈধ থাকবে।

Maruti Suzuki Ignis মিলছে ডিসকাউন্টে

Maruti Suzuki Ignis-এর বর্তমান বাজারমূল্য ৫.৮৪ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এই সাশ্রয়ী মূল্যের মডেলটির প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Tata Punch ও Hyundai Exter। ইনগিসে উপস্থিত ১.২ লিটার K-সিরিজ ইঞ্জিন। যা থেকে ৮২ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। প্রতি লিটারে গাড়িটি ২০.৮৯ কিলোমিটার মাইলেজ দেয়।

আকর্ষণীয় ডিজাইনের মারুতি ইগনিসে প্রয়োজনীয় ফিচার্সের সমাহার লক্ষ্য করা যায়। যে তালিকায় উপস্থিত এলইডি হেডলাইট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অ্যালয় হুইল, ইনফোটেনমেন্ট টাচস্ক্রিন, অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, পুশ স্টার্ট, কিলেস এন্ট্রি এবং ৬০:৪০ স্প্লিট ফোল্ডিং সিট।

Maruti Ignis মোট চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এগুলি হল – Sigma, Delta, Zeta ও Alpha। এর মধ্যে Sigma বেস ভ্যারিয়েন্ট এবং টপ-মোস্ট ভ্যারিয়েন্টের নাম হল Alpha। গাড়িটির দাম ৫.৮৪ লক্ষ টাকা থেকে শুরু করে ৮.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। Tata Punch ও Hyundai Exter ছাড়াও বাজারে প্রতিপক্ষ হিসেবে রয়েছে Nissan Magnite ও Renault Kiger।

প্রসঙ্গত, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়িটি কেনার আগে নিকটবর্তী শোরুম থেকে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।