প্রসেসর থেকে ক্যামেরা, ফাঁস হল Realme Pad 2 ট্যাবের প্রচুর অজানা তথ্য, প্রকাশ্যে ডিজাইনও

Realme Pad লঞ্চের প্রায় দুই বছর পর রিয়েলমি তার দ্বিতীয় ট্যাবলেট বাজারে আনতে চলেছে। Realme Pad 2 ট্যাবটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর ছাড়পত্র লাভ করেছে। এবার Realme Pad 2 এর রেন্ডার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Realme Pad 2-এর রেন্ডার এবং স্পেসিফিকেশন

ডিটেক্টরসের একটি রিপোর্ট (এখন মুছে দেওয়া) আসন্ন রিয়েলমি প্যাড ২-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। ট্যাবটি তার পূর্বসূরির মতোই একটি ডুয়েল-টোন মেটালিক ব্যাক ডিজাইন অফার করবে। এর বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ডে দুটি কাটআউট থাকবে, যার মধ্যে একটি ক্যামেরা এবং অন্যটি ফ্ল্যাশ মডিউলের জন্য। ট্যাবলেটটির ধারে একটি ফ্ল্যাট প্রোফাইল দেখা যাবে এবং ওপরের ও নীচের অংশে স্পিকার গ্রিল অবস্থান করবে।

পাওয়ার বাটনটি ডিভাইসের ওপরে থাকবে বলে জানা গেছে, আর ইউএসবি-সি পোর্টটিকে দেখা যাবে নীচের প্রান্তে। রিয়েলমি প্যাড ২-এর সামনে স্লিম বেজেল সহ বড় ডিসপ্লে থাকবে এবং ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখা হলে ফ্রন্ট ক্যামেরাটি স্ক্রিনের ওপরের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রিয়েলমি প্যাড ২-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ১১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে সম্ভবত ৮,৩৬০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই ট্যাবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Pad 2-এর রিয়ার প্যানেলে ২০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ট্যাবের সামনে একটি ৫ বা ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়াও জানা গেছে যে, ট্যাবলেটটি দুটি সংস্করণে পাওয়া যাবে – একটি শুধুমাত্র ওয়াইফাই সংযোগ অফার করবে এবং অন্যটি ওয়াইফাই এবং এলটিই উভয় অপশনে আসবে।