খুলে যাবে সৃজনশীলতার এক নতুন দিগন্ত, চমকে ভরা AI ল্যাপটপ নিয়ে এল Lenono

ভারতের বাজারে এল লেনোভোর ব্র্যান্ড-নিউ ল্যাপটপ, Lenovo Yoga Slim 7i। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার যুক্ত প্রথম Yoga Slim সিরিজের ল্যাপটপ এটি। Lenovo AI Engine+-এর সাথে ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট (NPU)-এর জন্য এটি সম্ভব হয়েছে৷ লেনোভোর তরফে জানানো হয়েছে যে, নতুন ল্যাপটপটি ভারতে জেন-জি এবং মিলেনিয়ালদের কন্টেন্ট তৈরির প্রয়োজনীয়তা পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে। চলুন জেনে নিই Lenovo Yoga Slim 7i-এর দাম সহ সমস্ত খুঁটিনাটি।

Lenovo Yoga Slim 7i-এর স্পেসিফিকেশন এবং ফিচার

লেনোভো যোগা স্লিম ৭আই ১৪.৯ মিম অ্যালুমিনিয়াম চ্যাসিসের সাথে এসেছে, যা মিলিটারি-গ্রেডের এমআইএল-৮১০এইচ (MIL-810H) রেটিং প্রাপ্ত। নতুন ল্যাপটপটি লেনোভোর এআই ইঞ্জিন প্লাস দ্বারা সজ্জিত, যা টেক্সট থেকে ছবি বা মিউজিক তৈরি করার মতো একাধিক এআই (AI) বৈশিষ্ট্য সাপোর্ট করে। লেনোভোর “কাস্টমাইজ ইয়োর পিসি” নামক প্রোগামের জন্য স্লিম ৭আই ব্যবহারকারীরা প্রয়োজনীয়তার ভিত্তিতেও তাদের ল্যাপটপটি কাস্টমাইজ করতে পারবেন।

Lenovo Yoga Slim 7i-এর সামনে ১৪ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ (১,৯২০ x ১,২০০ পিক্সেল) ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা এইচডিআর৫০০, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ১০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০-বিট কালার ডেপ্থ অফার করে। লেনোভোর ল্যাপটপটি ইন্টেল কোর আল্ট্রা ৭ ১৫৫এইচ (৩.৮০ গিগাহার্টজ পর্যন্ত এফিসিয়েন্সি কোর, সর্বোচ্চ ৪.৮০ গিগাহার্টজ পারফরম্যান্স কোর) প্রসেসরের সাথে এসেছে। এতে ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স রয়েছে। Lenovo Yoga Slim 7i উইন্ডোজ ১১ হোম সহ অফিস হোম এবং স্টুডেন্ট ২০২১ অপারেটিং সিস্টেমে রান করে। এই লেনোভো ল্যাপটপে ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি এসএসডি এম.২ ২২৪২ পিসিআইই জেন৪ টিএলসি স্টোরেজ পাওয়া যাবে।

এছাড়াও, Lenovo Yoga Slim 7i-এ ইলেকট্রনিক প্রাইভেসি শাটার সহ ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি আইআর/আরজিবি হাইব্রিড ওয়েবক্যাম রয়েছে। অডিওর জন্য, এই ল্যাপটপে চারটি ২ ওয়াট স্পিকার, এইচডি অডিও, ডলবি অ্যাটমোস, অ্যামপ্লিফায়ার বর্তমান। এতে ব্যাকলিট, বাটনলেস গ্লাস ব্যাক মাল্টি-টাচ টাচপ্যাড সহ লুনা গ্রে কীবোর্ড মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Lenovo Yoga Slim 7i-এ ৬৫ ওয়াটআওয়ারের ৪-সেল লিথিয়াম-পলিমার ব্যাটারি বিদ্যমান, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ল্যাপটপটির পরিমাপ ৩১২ x ২২১ x ১৪.৯ মিলিমিটার এবং ওজন ১.৩৯ কেজি।

Lenovo Yoga Slim 7i-এর দাম এবং লভ্যতা

লেনোভো যোগা স্লিম ৭আই ভারতে ১,০৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি অ্যালুমিনিয়াম বা লুনা গ্রে কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আগ্রহী ক্রেতারা লেনোভো এক্সক্লুসিভ স্টোর, শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট এবং সারা দেশের প্রধান অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে। লেনোভো ক্রেতাদের সুবিধার জন্য ৫,৯৯৯ টাকার নো-কস্ট ইএমআই অপশন অফার করছে। এছাড়াও, যারা এইচডিএফসি (HDFC) কার্ড ব্যবহার করে পেমেন্ট করছেন, তারা ১০,০০০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।