বিশ্বের প্রথম 5.5G স্মার্টফোন নিয়ে হাজির Oppo, নেটওয়ার্ক ছাড়াই যাবে কল-মেসেজ

আজ থেকে শুরু হল Oppo Find X7 Ultra Satellite Edition-এর সেল। এই স্মার্টফোনটির বিশেষত্ব হল, এটি কল এবং মেসেজের জন্য সরাসরি স্যাটেলাইটের সাথে সংযোগ করার সুবিধা প্রদান করে। এছাড়াও, এটি হল 5.5G নেটওয়ার্ক সাপোর্ট করা বিশ্বের প্রথম স্মার্টফোন, যা বর্তমান প্রজন্মের 5G-এর থেকেও দ্রুত। আসুন তাহলে Oppo Find X7 Ultra Satellite Edition-এর দাম এবং বাদবাকি বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo Find X7 Ultra Satellite Edition-এর মূল্য এবং লভ্যতা

চীনে আজ থেকে 7,499 ইউয়ান (প্রায় 86,410 টাকা) মূল্যে ওপ্পো ফাইন্ড এক্স7 আল্ট্রা স্যাটালাইট এডিশন কেনা যাবে। এই ফোনটি 16 জিবি র‍্যাম এবং বিশাল 1 টিবি স্টোরেজ সহ একটিমাত্র ভ্যারিয়েন্টেই উপলব্ধ। ফোনটি ওপ্পোর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে তিনটি রঙে কেনা যাবে – ওশান ব্লু, সিপিয়া ব্রাউন এবং টেলার্ড ব্ল্যাক। তবে এই হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে কিনা, সেসম্পর্কে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।

Oppo Find X7 Ultra Satellite Edition-এর স্পেসিফিকেশন ও ফিচার

ফোনটির প্রাথমিক আপগ্রেড হল স্যাটেলাইট সংযোগ, যা ব্যবহারকারীদের সেলুলার কানেক্টিভিটি না থাকলেও কল করতে এবং টেক্সট পাঠাতে দেয়। এটির লক্ষ্য হল যে, নেটওয়ার্ক নেই এমন এলাকাতেও ইউজাররা যাতে কানেক্টেড থাকেন, তা নিশ্চিত করা। এছাড়া, ওপ্পো ফাইন্ড এক্স7 আল্ট্রা স্যাটালাইট এডিশনটি হল বিশ্বের প্রথম স্মার্টফোন, যা 5.5G (5G-Advanced) প্রযুক্তি সাপোর্ট করে। 5.5G সাধারণ 5G-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত গতি এবং কম লেটেন্সির মতো উল্লেখযোগ্য নেটওয়ার্ক আপগ্রেডের প্রতিশ্রুতি দেয়। এটি দ্রুত ডাউনলোডের গতি, পছন্দের কন্টেন্ট দেখার সময় মসৃণ স্ট্রিমিং এবং আরও প্রতিক্রিয়াশীল গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করে।

তবে এই কানেক্টিভিটি ফিচারগুলি ছাড়া, Satellite Edition-টি স্ট্যান্ডার্ড মডেলের মতো একই ডিজাইন এবং স্পেসিফিকেশন অফার করে। অর্থাৎ, ফোনটির সামনে 3,168×1,440 পিক্সেলের রেজোলিউশন সহ 6.82 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কার্ভড ডিসপ্লে রয়েছে, যা মসৃণ ভিজ্যুয়ালের জন্য 1 থেকে 120 হার্টজের আ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ ফোনটি শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং ইউএফএস 4.0 স্টোরেজ যুক্ত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X7 Ultra Satellite Edition-এ 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Oppo Find X7 Ultra Satellite Edition-এর বহুমুখী ক্যামেরা সেটআপের মধ্যে চমৎকার লো-লাইট পারফরম্যান্সের জন্য 1 ইঞ্চির সেন্সর সাইজ এবং এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। এই প্রধান ক্যামেরাটির সাথে দুটি টেলিফটো লেন্স যুক্ত রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের লেন্স সহ 65 মিমি ফোকাল লেন্থ ও এফ/2.6 অ্যাপারচার অফার করে। আর অন্যটি হল একটি 50 মেগাপিক্সেলের সুপার টেলিফটো লেন্স, যা 135 মিমি ফোকাল লেন্থ এবং অবিশ্বাস্য জুম ক্ষমতার জন্য এফ/4.3 অ্যাপারচার সহ এসেছে। এগুলি Find X7 Ultra-কে ডুয়েল টেলিফটো লেন্স সহ বিশ্বের প্রথম স্মার্টফোনে পরিণত করেছে। এছাড়া রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরাও রয়েছে। অবশেষে সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে।