Samsung TV Plus: স্যামসাং টিভি ও স্মার্টফোন ইউজাররা বিনামূল্যে দেখতে পারবেন লাইভ চ্যানেল

ভারত তথা বিশ্বের সকল ইলেকট্রনিক গ্যাজেট প্রেমীদের কাছে একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Samsung। এর আগে বহু চমকপ্রদ গ্যাজেট এবং সার্ভিস উপহার দিয়ে সবার নজর কেড়েছে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এবার তারা ভারতে Samsung TV Plus চালু করলো, যা কোম্পানির স্মার্ট টেলিভিশন ব্যবহারকারীদের বিনামূল্যে কন্টেন্ট দেখার সুযোগ দেবে। যার মধ্যে রয়েছে অ্যাড-সাপোর্টেড সিলেক্টেড লাইভ চ্যানেল এবং অন-ডিমান্ড ভিডিও। এর জন্য ইউজারদের সেট টপ বক্সের মতো অতিরিক্ত ডিভাইসের প্রয়োজন নেই। এই সার্ভিসটি অ্যাক্সেস করার জন্য কেবল ২০১৭ সাল বা তার পরে লঞ্চ হওয়া একটি Samsung স্মার্ট টিভি এবং একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

কোম্পানির তরফে জানানো হয়েছে, Samsung TV Plus সার্ভিস স্মার্ট টিভি ছাড়াও অধিকাংশ গ্যালাক্সি স্মার্টফোন এবং ট্যাবলেট ডিভাইসে ব্যবহার করা যাবে। যদিও গ্যালাক্সি স্মার্টফোনের জন্য এই পরিষেবা এপ্রিল মাসে চালু হবে। স্যামসাং টিভি প্লাস অ্যাপটি Samsung এর গ্যালাক্সি স্টোর এবং গুগল প্লে স্টোর, উভয় থেকেই ডাউনলোড করা যাবে।

শুরুতেই বলেছি, Samsung TV Plus, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত লঞ্চ হওয়া সকল স্মার্ট টিভির মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। ভারতীয় ব্যবহারকারীরা এর মাধ্যমে ২৭টি গ্লোবাল এবং লোকাল চ্যানেল দেখতে পারবেন। এছাড়া স্যামসাং শীঘ্রই আরও চ্যানেল এই পরিষেবায় যুক্ত করবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত বিশ্বব্যাপী, স্যামসাং টিভি প্লাস, Samsung স্মার্ট টিভি এবং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের ৮০০ টিরও বেশি চ্যানেল অ্যাক্সেস করার সুযোগ দেয়, যেগুলি সংবাদ, ক্রীড়া, বিনোদন এবং আরো অনেক বিভাগের অন্তর্গত। ভারত ছাড়াও এই পরিষেবা যুক্তরাষ্ট্র, কানাডা, কোরিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং মেক্সিকো বিশ্বের এই ১৪টি দেশে উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন