একদম সস্তায় ভারতে লঞ্চ হল Gionee F8 Neo, দাম ৫৪৯৯ টাকা

চীনা স্মার্টফোন কোম্পানি জিওনি আজ ভারতে লঞ্চ করলো তাদের আরও একটি সস্তা ফোন Gionee F8 Neo। ভারতে কোম্পানিটি বাজেট ফোন লঞ্চ করার ওপর জোর দিচ্ছে। গত আগস্টে তারা ভারতে Gionee Max লঞ্চ করেছিল, যার দাম ৫,৯৯৯ টাকা। জিওনি এফ ৮ নিও আরও সস্তায় ভারতে এসেছে। Gionee F8 Neo এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ৩,০০০ এমএএইচ ব্যাটারি, UNISOC প্রসেসর, সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও এইচডি প্লাস ডিসপ্লে।

Gionee F8 Neo এর দাম ও লভ্যতা

জিওনি এফ ৮ নিও এর দাম ৫,৪৯৯ টাকা। এই ফোনে আছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ফোনটি ব্ল্যাক, রেড ও ব্লু কালারে পাওয়া যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে Gionee F8 Neo ফোনটি তাদের ১.৫ থেকে ২.০ লাখ মোবাইল ফোন রিটেলারের থেকে কেনা যাবে। কোম্পানি আরও জানিয়েছে, তারা ‘Udaan’ এর সাথে হাত মিলিয়ে একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরী করেছে।

Gionee F8 Neo এর স্পেসিফিকেশন

জিওনি এফ ৮ নিও ফোনে আছে ৫.৪ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি। এতে আই কমফোর্ট ফিচারও উপলব্ধ। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১৪৪০  x ৭২০। আবার ফোনটি অক্টা কোর প্রসেসর সহ এসেছে। যদিও কোম্পানির তরফে কোন ব্র্যান্ডের প্রসেসর ব্যবহার করা হয়েছে তা জানানো হয়নি। তবে গুগল প্লে কনসোলে Gionee F8 Neo ফোনটি UNISOC SC9863A প্রসেসর সহ অন্তর্ভুক্ত ছিল। এতে পাবেন ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Gionee F8 Neo ফোনের পিছনে আছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ উপলব্ধ। আবার সামনে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য এতে ৩,০০০ এমএএইচ ব্যাটারি আছে। সাথে দেওয়া হয়েছে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট। চার্জিংয়ের জন্য এতে পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে।