এমন অফার বারবার পাওয়া যাবে না, অর্ধেক দামে বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Flip 3 5G

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ৫জি ২০২১ সালের আগস্টে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৮,৯৯৯ টাকা রাখা হয়।

অনেকেই ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চায়, কিন্তু দামি হওয়ার কারণে সবার এই স্বপ্ন পূরণ হয় না। তবে স্যামসাংয়ের একটি ফোল্ডেবল ফোন বর্তমানে লঞ্চ মূল্যের প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমরা কথা বলছি Samsung Galaxy Z Flip 3 5G সম্পর্কে। এই ফোনটি বর্তমানে অনেক কম দামে কেনার সুযোগ রয়েছে।

অর্ধেক দামে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের ভাঁজযোগ্য ডিভাইস

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ৫জি ২০২১ সালের আগস্টে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৮,৯৯৯ টাকা রাখা হয়। কিন্তু এখন এর উত্তরসূরী আসার পর ডিভাইসটির ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণটি মাত্র ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ লঞ্চ মূল্যের চেয়ে ৩৯,০০০ টাকা কমে।

আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে আপনি এর দাম আরও কমাতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ৩,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে। আবার এক্সচেঞ্জ অফারের সুবিধাও নেওয়া যাবে।

Samsung Galaxy Z Flip 3 5G এর বিশেষত্ব

Samsung Galaxy Z Flip 3 5G ফোনে আছে ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস (২৬৪০×১০৮০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এতে ছোট ১.৯ ইঞ্চি কভার ডিসপ্লেও রয়েছে, যাতে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। এটি একটি জল প্রতিরোধী ফোল্ডেবল ফোন। ফটোগ্রাফির জন্য ডিভাইসে ১২ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩,৩০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির ওজন মাত্র ১৮৩ গ্রাম।