চার্জ দিতে ভুলে যাবেন, 10000mah ব্যাটারির বাহুবলী ট্যাব আনছে Xiaomi, পাবেন 120W ফাস্ট চার্জিংও

শাওমি শীঘ্রই তাদের নতুন Xiaomi Pad 7 সিরিজের ট্যাবলেট লঞ্চ করবে৷ অনুমান, এই সিরিজে একাধিক ট্যাব আসবে, যার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক হবে Xiaomi Pad 7 Pro। আকর্ষণীয় ফিচার্স অফারের পাশাপাশি ট্যাবটি চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে গ্রাহকদের মুক্তি দেবে। এতে ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল ব্যাটারি থাকবে বলে খবর সামনে এসেছে। চলুন দেখে নেই, Xiaomi Pad 7 Pro আর কি কি চমকের সঙ্গে আসতে পারে।

Xiaomi Pad 7 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শাওমি প্যাড ৭ প্রো ফ্ল্যাগশিপ গ্রেড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলবে। ট্যাবটিতে ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও সহ ১২.৪৫ ইঞ্চির লম্বা এলসিডি প্যানেল থাকবে। জানিয়ে রাখি, শাওমি প্যাড ৭ প্রো প্রাথমিকভাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ আসবে লে আশা করা হয়েছিল।

এছাড়াও, টিপস্টারের সবচেয়ে বড় দাবি, শাওমি প্যাড ৭ প্রো বিশাল ১০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হবে। এই মডেলটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করবে। এই ধরনের স্পেসিফিকেশনগুলির সাথে, আসন্ন ট্যাবলেটটি গেমিংয়ের মতো পারফরম্যান্স নির্ভর কাজগুলি করতে যথেষ্ট সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। প্যাড ৭ প্রো সম্প্রতি আইএমডিএ (IMDA) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটের অনুমোদন লাভ করেছে।

এরমধ্যে, ৩সি সার্টিফিকেশন থেকে জানা গেছে যে Xiaomi Pad 7 Pro ট্যাবটি ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ও কোয়াড স্পিকার সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে Xiaomi Pad 7 Pro সম্পর্কে এই তথ্যগুলিই উপলব্ধ রয়েছে।