iPhone 14 Max সিংহাসন খোয়াল, স্পিডে Apple-কে টেক্কা দিয়ে এক নম্বরে Samsung

অ্যাপল (Apple) গত সেপ্টেম্বর মাসে iPhone 14 সিরিজের অধীনে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max লঞ্চ করেছিল । তার মধ্যে লঞ্চের পর “Max” মডেলটিকে নিয়ে চর্চা অব্যাহত ছিল। কারণ ফোনটি দ্রুততম ডাউনলোড গতির জন্য শীর্ষস্থান অধিকার করেছিল। Samsung Galaxy S22 সিরিজের মতো প্রধান প্রতিপক্ষকেও লেটেস্ট আইফোন মডেলটি পিছনে ফেলেছিল। তবে, এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, iPhone 14 Pro Max আর এক নম্বরে নেই। দুটি নতুন অ্যান্ড্রয়েড ফোন সেই জায়গাটি দখল করে নিয়েছে! সেই দুই দ্রুততম ডাউনলোড গতি প্রদানকারী মোবাইল ফোন দু’টি হল – Galaxy Z Fold 4 এবং Pixel 7 Pro। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iPhone 14 Pro Max-এর পদচ্যুতি: Galaxy Z Fold 4 এবং Pixel 7 Pro দ্রুততম ডিভাইস হিসেবে প্রথম স্থানটি অধিকার করে নিল

মোবাইল এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইন্ট্যালিজেন্স, পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তিতে গ্লোবাল লিডার উকলা (Ookla)-এর লেটেস্ট মোবাইল পারফরম্যান্স রিপোর্টে ওই তথ্য উঠে এসেছে। সেখানে উকলা সমস্ত প্রধান মার্কিন ক্যারিয়ারের সাথে তুলনা করে দেখিয়েছে যে তারা কীভাবে উপলভ্যতা, ধারাবাহিকতা, প্রাপ্যতা, আপলোড গতি, ডাউনলোডের গতি এবং অন্যান্য ক্ষেত্রে আসে। কিন্তু সেখানেই আইফোন ১৪ প্রো ম্যাক্স তার সেরার মুকুট হারিয়েছে।

এছাড়াও, উকলা আরেকটি তুলনা করেছে, যা চতুর্থ ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় ডিভাইসগুলিকে তুলে ধরেছে। আর এই তুলনাটি আইফোন ১৪ প্রো ম্যাক্স সহ জনপ্রিয় ডিভাইসগুলি কীভাবে আপলোড এবং লেটেন্সি সহ ডাউনলোডের গতির জন্য স্ট্যাক আপ করে তার একটি গভীর ওভারভিউ দিয়েছে৷ জানিয়ে রাখি, ১৪ প্রো ম্যাক্স তৃতীয় ত্রৈমাসিকে তার গতির জন্য শীর্ষস্থান অর্জন করেছিল। ফোনটির গড় ডাউনলোড গতি ছিল ১৪৭ এমবিপিএস এবং ডিভাইসটির আপলোড গতি ছিল ১৭ এমবিপিএস। তবে, উকলার চতুর্থ ত্রৈমাসিকের গবেষণায় এই তালিকাটি পরিবর্তিত হয়েছে।

দেখা যাচ্ছে, উকলার-এর চতুর্থ ত্রৈমাসিকের গবেষণায়, Samsung Galaxy Z Fold 4 হ্যান্ডসেটটি ১৪৭.২৫ এমবিপিএস এর সর্বোচ্চ ডাউনলোড স্পিড নিয়ে শীর্ষে পৌঁছে গেছে। অন্যদিকে, দ্বিতীয় স্থান দখল করা Google Pixel 7 Pro-এর মিডিয়ান ডাউনলোড স্পিড ১৩৭,১১ এমবিপিএস বলে জানা গেছে। আর প্রথম থেকে তৃতীয় স্থানে নেমে আসা iPhone 14 Pro Max-এর মিডিয়ান ডাউনলোড স্পিড ১৩৩.৮৪ এমবিপিএস। এমনকি, 14 Pro মডেলটি ১৩০.১৪ এমবিপিএস-এর মিডিয়ান স্পিডের সাথে আরও পিছিয়ে রয়েছে।

তবে, আপলোড গতি এবং লেটেন্সি ভিন্ন ছবি দেখিয়েছে। এক্ষেত্রে, উল্লেখিত মডেলগুলি খুবই কাছাকাছি রয়েছে, কিন্তু Google Pixel 7 Pro সবার আগে এগিয়ে রয়েছে, যার আপলোড স্পিড ১৫.৫৩ এমবিপিএস এবং লেটেন্সি ৫০ মিলিসেকেন্ড। উকলা-এর রিপোর্টে স্যামসাং স্মার্টফোনগুলি আইফোনের ওপর কীভাবে পৌঁছে গেছে, সেসম্পর্কে অন্তর্দৃষ্টিও শেয়ার করা হয়েছে৷ সমস্ত আইফোনের তুলনায়, স্যামসাং ফোনের ডাউনলোড গতি প্রায় ৭ এমবিপিএস বেশি ছিল।

iPhone 14 Pro Max-এর শীর্ষস্থান হারানোর সবচেয়ে মজার বিষয় হল যে, Samsung Z Fold 4 তৃতীয় ত্রৈমাসিকের মতো চতুর্থতেও একই পারফরম্যান্স বজায় রেখেছে। এর মানে হল যে, আইফোনের মিডিয়ান ডাউনলোডের গতি হ্রাস পেয়েছে। তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টের ক্ষেত্রে, iPhone 14 Pro Max-এর মিডিয়ান ডাউনলোড স্পিড ছিল ১৪৭ এমবিপিএস। কিন্তু এবার গতি কমে দাঁড়িয়েছে ১৩৩ এমবিপিএস। এই কারণেই Pixel 7 Pro এবং Fold 4 শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে।

কেন এই পতন? সম্ভবত তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে, iPhone 14 Pro Max ফোনটি সেই সমস্ত গ্রাহকদের হাতে বেশি পৌঁছেছে, যারা ধীর ক্যারিয়ার কভারেজ এলাকায় বসবাস করেন। আবার এমনও সুযোগ রয়েছে যে, যখন তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, তখন বেশিরভাগ iPhone 14 Pro Max ব্যবহারকারীরা মেট্রো অঞ্চলে ছিলেন, যার ফলে এর সামগ্রিক নম্বর বেশি ছিল।