Jio -র সবচেয়ে সস্তা 28, 30, 84 ও 336 দিনের রিচার্জ প্ল্যান, পাত্তা পাবে না Airtel, Vi

Reliance Jio-র সবচেয়ে সস্তা কিছু প্রিপেইড প্ল্যান সম্পর্কে জেনে নিন

Jio Recharge Plans: বর্তমানে ভারতের টেলিকম কোম্পানিগুলি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার এবং গ্রাহকদেরকে আকর্ষিত করার উদ্দেশ্যে অনেক ধরনের রিচার্জ প্ল্যান নিজেদের পোর্টফোলিওতে মজুত রেখেছে। এই প্ল্যানগুলিতে ডেটা, কলিং, মেসেজ, ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন ইত্যাদি সুবিধা দেওয়া হয়। কিন্তু দেখা যায়, এই ইন্টারনেট নির্ভর সময়েও এমন অনেক গ্রাহক আছেন, যাদের খুব বেশি ডেটার প্রয়োজন নেই এবং তারা কম ডেটার সাথে বেশি দিনের বৈধতা চান। আবার, এমন অনেকে আছেন যাদের বাড়িতে Wi-Fi কানেকশন থাকায় মোবাইল ডেটার প্রয়োজন হয় না। এই ধরনের গ্রাহকরা মূলত ফোন কল এবং কাজ চালানোর মতো ডেটা মিলবে (বাড়ির বাইরে ব্যবহারের জন্য), এমন কোনো সস্তা রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি উপরে উল্লিখিত কোনো একটি দলের অন্তর্গত Reliance Jio-র গ্রাহক হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ আজ আমরা Jio-র ঝুলিতে মজুত থাকা এরকমই কয়েকটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের কথা জানাতে চলেছি, যেগুলিতে আনলিমিটেড ভয়েস কল, পর্যাপ্ত এসএমএস এবং কাজ চালানোর মতো ডেটা পাওয়া যাবে।

Jio-র ১৫৫ টাকার প্ল্যান

এই প্ল্যানটি রিচার্জ করলে ২৮ দিনের জন্য যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন ইউজাররা। শুধু তাই নয়, সেইসাথে মিলবে ২ জিবি ডেটা এবং ৩০০ টি এসএমএস খরচের সুবিধা। তবে এখানেই শেষ নয়, উক্ত প্ল্যানটি রিচার্জ করলে এক্সট্রা বেনিফিট হিসেবে গ্রাহকরা JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস পাবেন।

Jio-র ২৯৬ টাকার প্ল্যান

জিও ফ্রিডম প্ল্যানের আওতায় তালিকাভুক্ত এই প্রিপেইড প্ল্যান মারফত ব্যবহারকারীরা ৩০ দিনের মেয়াদে মোট ২৫ জিবি ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ, প্ল্যানটিতে কোনো দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট নেই। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএস খরচের সুযোগ পাবেন ইউজাররা। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Jio-র ৩৯৫ টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যানে মোট ৬ জিবি হাই-স্পিড ডেটা খরচের সুযোগ রয়েছে। এছাড়াও, মোট ১,০০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। তদুপরি, এই প্ল্যানটি বেছে নিলে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।

Jio-র ১,৫৫৯ টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যানে ৩৩৬ দিনের বৈধতায় আনলিমিটেড ভয়েস কলিং, ৩,৬০০ টি এসএমএস এবং মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে প্ল্যানটির মারফত ইউজাররা JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাবেন।