মোট পাঁচটি ক্যামেরা সহ লঞ্চ আসন্ন Oppo A94 এর, দেখা গেল কোম্পানির ওয়েবসাইটে

Oppo শীঘ্রই তাদের A সিরিজের নতুন ফোন Oppo A94 লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটিকে দেখা গেছে। যা নির্দেশ করে অপ্পো এ৯৪ এর লঞ্চ আসন্ন। কয়েকদিন আগেই এই ফোনের রেন্ডার ফাঁস করেছিলেন জনপ্রিয় টিপস্টার Evan Blass। তিনি এও বলেছিলেন ফোনটির কোডনেম হবে Darwin। Oppo A94 ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর, ৪,৩১০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াট ভুক চার্জিং সাপোর্ট।

আজ অপ্পো-র সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এর ওয়েবসাইটে Oppo A94 কে স্পেসিফিকেশন সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে এই ফোনের মডেল নম্বর হবে CPH2203 এবং ফোনটি ফ্লুইড ব্ল্যাক ও ফ্যান্টাস্টিক পার্পেল কালারে পাওয়া যাবে। যদিও ওয়েবসাইটে এই ফোনের লঞ্চের তারিখ বা দাম উল্লেখ নেই। আসুন অপ্পো এ৯৪ ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিই।

Oppo A94 এর স্পেসিফিকেশন

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, অপ্পো এ৯৪ ফোনে থাকবে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। আবার এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮০ শতাংশ, সর্বোচ্চ ব্রাইটনেস ৮০০ নিটস। এর ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

Oppo A94 ফোনে ব্যবহার করা হবে ২.২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর। সাথে থাকবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। আবার ফোনটি ৩০ ওয়াট ভুক চার্জিং সাপোর্ট ও  ৪,৩১০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে এফ/১.৭ অ্যাপারচার সহ  ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার হবে এফ/২.৪। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস সিস্টেমে চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন