লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy S23 FE, পেয়ে গেল NBTC থেকে ছাড়পত্র

SM-S711B/DS মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এ Samsung Galaxy S23 FE/ Fan Edition মডেলটি তালিকাভুক্ত হয়েছে।

Samsung আগামী ত্রৈমাসিকে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন এবং ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন ডিভাইসগুলির তালিকায় বহুল প্রত্যাশিত Samsung Galaxy S23 FE স্মার্টফোনটিও অন্তর্ভুক্ত রয়েছে, যেটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই টেক দুনিয়ায় জল্পনা চলছে। এটি ইতিমধ্যেই একাধিক পাবলিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন রিপোর্টে হ্যান্ডসেটটির সম্পর্কে বহু তথ্যও ফাঁস হয়েছে। আর এখন ফোনটিকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) প্ল্যাটফর্মে দেখা গেছে। লিস্টিংটি থাইল্যান্ডে ডিভাইসটির দ্রুত লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ফোনটি যে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে, সেটিও এই লিস্টিংটি ইঙ্গিত করে।

Samsung Galaxy S23 FE-কে দেখা গেল NBTC প্ল্যাটফর্মে

SM-S711B/DS মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এ স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই/ ফ্যান এডিশন মডেলটি তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও, তালিকাটি ফোনটিতে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি নেটওয়ার্ক সংযোগের উপস্থিতি নিশ্চিত করে।

জানিয়ে রাখি, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG), সেফটিকোরিয়া (SafetyKorea), জিসিএফ (GCF) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই-এর উপস্থিতির মাধ্যমে বেশিরভাগ স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণ ইতিমধ্যেই সামনে এসেছে। এমনকি, ডিভাইসটি কোম্পানির কাজাখস্তানের ওয়েবসাইটেও অন্তর্ভুক্ত হয়েছে এবং গিকবেঞ্চ (GeekBench) ও আইএমইআই (IMEI) প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। উল্লেখিত সার্টিফিকেশন এবং কিছু রিপোর্ট থেকে গ্যালাক্সি এস২৩ এফই-এর প্রায় সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচারই সামনে এসেছে। তবে দাম সংক্রান্ত কোনও তথ্য এখনও জানা যায়নি।

Samsung Galaxy S23 FE-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Samsung Galaxy S23 FE-এ ১২০ হার্টজ রিফ্রেশ হার সহ ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি অঞ্চল ভেদে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর এবং Exynos 2200 চিপসেটের সাথে লঞ্চ হবে। ফোনটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম স্কিনে চলবে। আশা করা যায়, স্মার্টফোনটি চার বছর ধরে ওএস আপডেট এবং পাঁচ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy S23 FE-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউল অবস্থান করবে। আর ফোনের সামনে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর জায়গা করে নিতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S23 FE-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। ফোনটি ওয়্যারলেস চার্জিং এবং আইপি রেটিং সহ আসবে।