তৈরি হবে ইতিহাস! বিশ্বের প্রথম 24-70 মিমি ফুল-ফ্রেম লেন্স লঞ্চ করতে চলেছে Sony

ক্যামেরা লেন্সের মার্কেটে সনি (Sony)-এর জনপ্রিয়তার কথা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ কয়েক দশক ধরে এই জাপানি প্রযুক্তি সংস্থাটি ক্যামেরার জগতে দাপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে, সনি একটি অভূতপূর্ব “সুপার স্ট্যান্ডার্ড” জুম লেন্স, FE 24-70mm F2 GM লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এই লেন্সটি এমন একগুচ্ছ অত্যাধুনিক ফিচারের সংমিশ্রণ অফার করবে, যা ফটোগ্রাফির ইতিহাসে প্রথম হবে। বৈদেশিক সংবাদমাধ্যমগুলি আগামী কয়েক মাসের মধ্যেই এই সনি লেন্সটির লঞ্চের পূর্বাভাস দিয়েছে। তবে তার আগেই, প্রিমিয়াম জুম লেন্সটির সম্পর্কে বেশকিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

FE 24-70mm F2 GM খুব শীঘ্রই আসছে মার্কেটে

সনির এফই ২৪-৭০মিমি এফ২ জিএম লেন্সটি ফার্স্ট-ইন-ক্লাস বৈশিষ্ট্যগুলি অফার করতে চলেছে, যা প্রতিদ্বন্দ্বী ক্যানন (Canon)-এর লেন্সের চেয়ে বেশি ফোকাল দৈর্ঘ্য অফার করবে। এফই ২৪-৭০মিমি এফ২ জিএম-এর আকার ক্যানন আরএফ ২৮-৭০ মিমি এফ২ লেন্সের অনুরূপ বলে শোনা যাচ্ছে।

তবে, এটি ২৮ মিলিমিটারের পরিবর্তে ২৪ মিলিমিটার থেকে শুরু করে একটি বিস্তৃত ফোকাল লেন্থ-এর সাথে ক্যানন লেন্সটিকে টেক্কা দেবে। এছাড়াও, এফই ২৪-৭০মিমি এফ২-এর ওয়াইড অ্যাপারচারেও আকষর্ণীয় ছবির গুণমানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি ব্যতিক্রমী লো-লাইট পারফরম্যান্স এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার (বোকেহ) এফেক্ট অর্জন করতে সক্ষম হবে।

এছাড়া, Sony FE 24-70mm F2 GM লেন্সের সাথে কোম্পানি তাদের আল্ট্রা-লার্জ অ্যাপারচার লেন্সগুলির একটি নতুন সিরিজের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। FE 24-70mm F2 GM-এর আগমন ভবিষ্যতে এই ধরনের আরও উচ্চ-পারফরম্যান্স লেন্সের জন্য পথ প্রশস্ত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসন্ন সনি লেন্সটির দাম ৩,০০০ ডলার (প্রায় ২,৪৮,৫০০ টাকা)-এর ওপরে থাকবে। ফলে এটিকে প্রিমিয়াম ফটোগ্রাফি সামগ্রী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।