২০০০ টাকা দিয়ে অর্ডার করুন Nothing Phone (2), রয়েছে নানান অফার

Nothing Phone (2) মডেলটির প্রথম ওপেন সেল হয়তো ২১শে জুলাই শুরু হবে বলে আশা করা হচ্ছে

আগামী ১১ই জুলাই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে বহুল প্রত্যাশিত Nothing Phone (2)। গত বছর আগত Nothing Phone (1) -এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হতে চলা এই ডিভাইসটিকে একাধিক অ্যাডভান্স তথা নজরকাড়া ফিচারের সাথে উন্মোচন করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন সংস্থার কর্ণধার কার্ল পেই (Carl Pei)। এমনকি টুইটারের মাধ্যমে এর কিছু সম্ভাব্য ফিচারের নমুনাও পেশ করেছিলেন সিইও মহাশয়। যার দরুন ফোন-প্রেমীদের মধ্যে আলোচ্য ডিভাইসটিকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আপনিও যদি Nothing Phone (2) ব্যবহারের জন্য অপেক্ষা করে থাকেন, তবে জানিয়ে রাখি যে ভারতে ফোনটির প্রি-অর্ডার আজ থেকে শুরু হয়েছে। মাত্র ২,০০০ টাকা দিয়ে এটি প্রি-অর্ডার করা যাবে।

Nothing Phone (2) এর সাথে উপলব্ধ প্রি-অর্ডার অফার

আপকামিং নাথিং ফোন (২) মডেলটির প্রি-অর্ডারের কার্যক্রম ই-কমার্স সাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ফলে আগ্রহীরা আলোচ্য অনলাইন শপিং সাইটটির মাধ্যমে নাথিং ব্র্যান্ডের এই লেটেস্ট হ্যান্ডসেটকে আগাম বুক করে নিতে পারবেন। সর্বোপরি প্রি-অর্ডারকারীরা বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ-সুবিধা এবং অফারের লাভ ওঠাতে পারবেন। যেমন, নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে নাথিং ফোন (২) ক্রয় করলে সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার, ক্রেতারা আলোচ্য ফোনের সাথে ১,২৯৯ টাকা মূল্যের অফিসিয়াল ব্যাক কেসকে মাত্র ৪৯৯ টাকায় কিনে নিতে পারবেন।

Nothing Phone (2)

এখানেই শেষ হয়ে যাচ্ছে না অফারের তালিকা। নাথিং ফোন (২) -এর জন্য বিশেষভাবে ডিজাইন করা উচ্চ-মানসম্পন্ন স্ক্রিন প্রটেক্টরকে আপনি মাত্র ৩৯৯ টাকা খরচ করলেই পেয়ে যাবেন। জানিয়ে রাখি এই অ্যাক্সেসরিজটির আসল দাম ৯৯৯ টাকা। একই ভাবে, Nothing Ear (Stick) -এর আসল বিক্রয় মূল্য ৮,৪৯৯ টাকা হলেও প্রি-অর্ডারকারীদের জন্য এটি কেবল ৪,২৫০ টাকায় উপলব্ধ করা হয়েছে। এছাড়া, Nothing 45W পাওয়ার অ্যাডাপ্টারকে ২,৪৯৯ টাকার পরিবর্তে ১,৪৯৯ টাকায় কেনার সুযোগও পাওয়া যাবে।

Nothing Phone (2) কীভাবে প্রি-অর্ডার করবেন?

  • প্রথমেই ফ্লিপকার্টে নাথিং ফোন (২) -এর জন্য লাইভ করা ডেডিকেটেড প্রি-অর্ডার পেজে চলে যান, এরপর ফোনটি আগাম বুক করার জন্য ২,০০০ টাকার একটি রিফান্ডেবল ডিপোজিট দিতে বলা হবে আপনাকে।
  • এবার ১১ই জুলাই রাত ৯টা থেকে ২০ই জুন রাত ১১:৫৯ টার মধ্যে পুনরায় প্রি-অর্ডার পেজে ভিজিট করুন।
  • এবার ফোনটির পছন্দসই একটি ভ্যারিয়েন্টকে চয়ন করতে হবে।
  • অবশিষ্ট ব্যালেন্স পরিশোধ করে, প্রি-অর্ডার অফার সহ আপনার অর্ডার দাবি করুন।
  • ওপেন সেল শুরু হওয়ার আগেই আপনি হাতে নাথিং ফোন (২) পেয়ে যাবেন।

এক্ষেত্রে, Nothing Phone (2) মডেলটির প্রথম ওপেন সেল হয়তো ২১শে জুলাই শুরু হবে বলে আশা করা হচ্ছে। চলুন ডিভাইসটি সম্পর্কে এতদিন কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Nothing Phone (2) -এর সম্ভাব্য স্পেসিফিকেশন

নাথিং ফোন (২) স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর সহ আসবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছেন কার্ল পেই। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক নাথিং ওএস ২.০ (Nothing OS 2.0) প্রি-লোডেড পাওয়া যাবে। এক্ষেত্রে আলোচ্য হ্যান্ডসেটের সাথে ৩ বছর ধরে সফ্টওয়্যার ও ৪ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নাথিং। তদুপরি, ইউজারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নাথিং ফোন (২) -এ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত করা হতে পারে। মনে করা হচ্ছে, এটি LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ আসবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।