প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য Canon ভারতে আনলো EOS R5 ও R6 ক্যামেরা

ক্যামেরা এবং ফটোগ্রাফি জগতের দিগ্বজ কোম্পানি ক্যানন সম্প্রতি লঞ্চ করলো তাদের নতুন ফ্ল্যাগশিপ মিররলেস ক্যামেরা সিরিজ Canon EOS R5 ও R6 । লঞ্চের সময় কোম্পানি এই দুইটি ক্যামেরার স্পেসিফিকেশন এবং দাম জানিয়েছে। দুটি ক্যামেরার মধ্যে Canon R5 প্রিমিয়াম সেগমেন্টে এসেছে, এখানে প্রিমিয়াম ফিচার পাবেন এবং R6 কিছু কম দামে বাজারে এসেছে। চলুন দেখে নেওয়া যাক এই দুটি মিররলেস ক্যামেরা কি কি স্পেসিফিকেশন আপনাকে অফার করবে এবং এদের দাম কত।

Canon EOS R5 ও R6 স্পেসিফিকেশন:

এই দুটি নতুন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে ২৪ – ১০৫ মিলিমিটার এর এফ/৪ লেন্স। এই লেন্স আপনারা কিটের সঙ্গে পেয়ে যাবেন। আবার আপনারা যদি R6 মডেলটি কেনেন তাহলে, এর সাথে এফ/৪-৭.১ লেন্সের একটি বিকল্প পাবেন। ক্যানন এর R সিরিজের অন্যান্য ক্যামেরাগুলি সাধারণ ফটোগ্রাফারদের জন্য ভালো। কিন্তু R5 এবং R6 ক্যামেরা দুটি প্রফেশনাল ফটোগ্রাফার ছাড়া ব্যবহার করা একটু সমস্যাজনক হতে পারে।

Canon R5 এর অন্যান্য স্পেসিফিকেশন:

ক্যানন R5 ক্যামেরায় ৪৫ মেগাপিক্সেলের ফুল ফ্রেম সেন্সরদেওয়া হয়েছে যার আই এস ও রেঞ্জ ১০০-৫১,২০০ এরমধ্যে। এই ক্যামেরার মাধ্যমে আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ভিডিও রেকর্ডিং এর কোয়ালিটি হবে ২৯.৯৭ ফ্রেম প্রতি সেকেন্ড ৪:২:২ ১০- বিট raw তে। অন্যদিকে যদি আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে আপনারা DCI মোডে ৫৯.৯৪ ফ্রেম প্রতি সেকেন্ডে রেকর্ড করতে পারবেন। ঘরের তাপমাত্রায় অনায়াসে, ২০ মিনিট ধরে 8K ভিডিও রেকর্ডিং সম্ভব এই ক্যামেরায়। এছাড়া এই ক্যামেরা রয়েছে একটি মেকানিক্যাল শাটার এবং একটি ইলেকট্রনিক শাটার।

এছাড়াও ক্যানন এই ক্যামেরায় দিয়েছে ইন বডি স্ট্যাবিলাইজেশন এবং ডুয়াল পিক্সেল টেকনোলজিতে ১০০ শতাংশ অটোফোকাস সিস্টেম। এই ক্যামেরার ইলেকট্রনিক্স ভিউফাইন্ডারের রিফ্রেশ রেট ১২০ এফপিএস এবং রেজল্যুশন ৫.৭৬ মিলিয়ন ডট। শুধু তাই নয়, এই ক্যামেরায় ৩.২ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যেটি ২.১ মিলিয়ন ডট রেজল্যুশন বিশিষ্ট।

Canon R6 এর অন্যান্য স্পেসিফিকেশন:

এই ক্যামেরাতেও আপনারা আগের মডেলের মতোই স্পেসিফিকেশন পাবেন। এই ক্যামেরাতেও থাকছে ফুল ফ্রেম সেন্সর, ভিডিও রেকর্ডিং ক্যাপাসিটি, ইলেকট্রনিক ভিউফাইন্ডার ইত্যাদি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ক্যামেরা একটু আলাদা। আপনারা এই ক্যামেরায় সেন্সরটি পাবেন ২০.১ মেগাপিক্সেলের। এই ক্যামেরার মাধ্যমে 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন, যার রিফ্রেশ রেট হবে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড। এখানে ভিউফাইন্ডারে রেজল্যুশন ৩.৬৯ মিলিয়ন ডট। অন্যদিকে এই ক্যামেরায় টাচস্ক্রিন রয়েছে ৩ ইঞ্চির।

Canon EOS R5 ও R6 দাম:

আগামী আগস্ট মাস থেকে আপনারা এই ক্যামেরাগুলি কিনতে পারবেন। সমস্ত ক্যানন অথরাইজড দোকানে ক্যামেরাগুলি পাওয়া যাবে। দামের ব্যাপারে বলতে গেলে ক্যানন R5 এর দাম অনেকটাই বেশি R6 এর থেকে। ক্যানন এর EOS R5 ক্যামেরার দাম রাখা হয়েছে ৩,৩৯,৯৯৫ টাকা এবং EOS R6 ক্যামেরা দাম রাখা হয়েছে ২,১৫,৯৯৫ টাকা। কোম্পানি এই ক্যামেরার সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেবে আপনাকে। এছাড়াও আপনারা পাবেন একটি ক্যামেরা ব্যাগ। ক্যানন ইন্ডিয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা এখন থেকে এই ক্যামেরা প্রি – বুক করতে পারেন।