Noise Colorfit Caliber: ২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ৪ হাজার টাকার স্মার্টওয়াচ

স্মার্ট ওয়্যারেবল এবং অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Noise ভারতে লঞ্চ করল তাদের নতুন বাজেট রেঞ্জের স্মার্টওয়াচ, Noise ColorFit Caliber। এর দাম রাখা হয়েছে ২,০০০ টাকার কম। এই স্মার্টওয়াচে একাধিক হেলথ এবং ফিটনেস মনিটরিং সেন্সর উপলব্ধ। আবার এতে মহিলা হেল্থ ট্র্যাকিং ফিচার থাকায়, এটি মাসিক চক্র ট্র্যাক করতে সহায়তা করবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Noise ColorFit Caliber স্মার্টওয়াচের দাম ও ফিচার।

Noise ColorFit Caliber দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ কালারফিট ক্যালিবার স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। কিন্তু ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিসকাউন্ট প্রাইসে এটি পাওয়া যাবে ১,৯৯৯ টাকায়। আগামী ৬ জানুয়ারি থেকে ক্রেতাদের কাছে নয়া এই স্মার্টওয়াচটি উপলব্ধ হবে।

Noise ColorFit Caliber স্মার্টওয়াচের ফিচার

প্রথমেই আলোচনা করা যাক স্মার্টওয়াচটির ডিসপ্লে নিয়ে। ১.৬৯ ইঞ্চি ফুল টাচ ফ্ল্যাট এলসিডি স্ক্রিনের সাথে এসেছে নয়া স্মার্টওয়াচটি। এতে থাকবে ১৫০টিরও বেশি ক্লাউড বেসড ওয়াচফেস, যার মধ্যে থেকে ব্যবহারকারীরা তাদের পছন্দমত ওয়াচফেস বেছে নিতে পারবেন। আবার এতে ৬০টিরও বেশি স্পোর্টস মোড বর্তমান। উন্নততর সেন্সরের সঙ্গে নয়া কালার ফিট ক্যালিবার স্মার্টওয়াচে রয়েছে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ মনিটরিং ফিচার। সাথে ব্যবহারকারী তার দেহের তাপমাত্রা নিরীক্ষণ করতে পারবেন এই স্মার্টওয়াচের মাধ্যমে।

Noise ColorFit Caliber ঘড়িটিতে পলিকার্বনেট কেসিং থাকার দরুন এবং এর মেনস্ট্রুয়াল সাইকেল মনিটরিং ফিচারের জন্য এটি মহিলাদের পছন্দের তালিকায় থাকতে পারে। নয়া স্মার্টওয়াচটি আইপি৬৮ রেটিংপ্রাপ্ত, ফলে জল থেকে সুরক্ষা দেবে। কোম্পানির দাবি, একবার চার্জে এটি ১৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।