দাম কমলো বিশ্বের সবচেয়ে বিক্রিত স্মার্টফোন Samsung Galaxy A51 এর

দাম কমলো বিশ্বের সবচেয়ে বিক্রিত স্মার্টফোন Samsung Galaxy A51। কোম্পানি কিছুদিন আগেই এই ফোনের জন্য নতুন আপডেট এনেছিল। যেখানে এই ফোনে এসেছে গ্যালাক্সি এস ২০ এর প্রো ক্যামেরা মোড। এবার কোম্পানির গ্যালাক্সি এ৫১ ফোনের ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১,০০০ টাকা কমিয়ে দিল। যদিও ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম আগের মতোই একই আছে। যদিও কোম্পানির তরফে Galaxy A51 এর দাম কমানো নিয়ে কিছু জানানো হয়নি। তবে ই-কমার্স সাইটগুলিতে ফোনটি কম দামে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A51 নতুন দাম:

গত মে মাসে গ্যালাক্সি এ৫১ ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৫,২০০ টাকায় লঞ্চ হয়েছিল। এই ভ্যারিয়েন্টটি এখন একই দামে পাওয়া যাবে। তবে ২৭,৯৯৯ টাকার পরিবর্তে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২৬,৯৯৯ টাকায়।

Samsung Galaxy A51 স্পেসিফিকেশন :

গ্যালাক্সি এ৫১ ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। যার রেজুলেশন ২০৪০×১০৮০ পিক্সেল। গ্যালাক্সি নোট সিরিজের মতো এই ফোনেও ডিসপ্লের উপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন ১০এনএম এক্সিনস ৯৬১১ ৬৪-বিট অক্টা কোর প্রসেসর, ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ । মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির কথা বললে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপটি এল শেপ আকারে আছে। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল, দ্বিতীয় সেন্সরটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে সুপার স্টেডি ভিডিও, UHD রেকর্ডিং এবং এআর ডুডলের মতো মোড রয়েছে।

সফটওয়্যারের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এ৫১ অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক One UI 2.0 অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনে পাবেন ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার ও ডলবি আটমোস অডিও সাপোর্ট। ফোনটিতে ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি আছে, যেটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।