৩২ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরার সাথে Xiaomi Civi 3 আগামীকাল লঞ্চ হচ্ছে

Xiaomi Civi 3 ফোনটি OIS সমর্থিত ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর এবং MediaTek Dimensity 8200 প্রসেসরের সাথে আসবে

আগামীকাল অর্থাৎ ২৫শে মে আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে পা রাখতে চলেছে Xiaomi Civi 3। তবে আত্মপ্রকাশের ঠিক একদিন আগেই অর্থাৎ আজ (২৪শে মে) Xiaomi তাদের এই আপকামিং ডিভাইসটির জন্য একাধিক টিজার পোস্টার রিলিজ করল। যেখানে Civi-সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সাথে Xiaomi Civi 3 -এর একাধিক কী-ফিচারও নিশ্চিত করেছে পোস্টারগুলি। জানা গেছে, ডিভাইসটি ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) সমর্থিত ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর এবং MediaTek Dimensity 8200 প্রসেসরের সাথে আসবে। এছাড়া পূর্বসূরি Xiaomi Civi 2-এর মতো, আসন্ন মডেলটির ডিসপ্লেতেও পিল-আকৃতির কাটআউট দেখা গেছে, যেখানে দুটি ৩২-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে আজ শাওমি তাদের আপকামিং শাওমি সিভি ৩ স্মার্টফোনের এই টিজার পোস্টারগুলি শেয়ার করেছে। পোস্টার থেকে আরও জানা গেছে যে, এই ফোনে কার্ভড-এজ এবং পিল-আকৃতির কাটআউট যুক্ত ডিসপ্লে দেখা যাবে। এটি ডুয়েল-টোন ব্যাক প্যানেল ডিজাইন এবং বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউলের সাথে আসবে বলেও নিশ্চিত করছে টিজার ইমেজগুলি।

স্পেসিফিকেশনের কথা বললে, Xiaomi Civi 3 স্মার্টফোনটি OIS টেকনোলজি সমর্থিত ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ আসবে। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই হ্যান্ডসেটে ৩২-মেগাপিক্সেলের ডুয়েল সেলফি সেন্সর থাকবে। এই সেলফি সেন্সর দুটি ১০০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং ৭৮-ডিগ্রি বিউটি মিরর সহ ভ্লগিং করতে সহায়তা করবে বলে দাবি করেছে শাওমি। এছাড়া উভয় ফ্রন্ট ক্যামেরাই ৪কে (4K) রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে এবং পোর্ট্রেট ব্লারিং ফিচার অফার করবে। আবার উন্নত পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর ব্যবহার করার কথাও নিশ্চিত করেছে সংস্থাটি। এছাড়া জানা যাচ্ছে, এই ডিভাইস ৭.৫৬ মিমি পাতলা, ৭১.৭ মিমি প্রস্থে এবং ওজনে ১৭৩.৫ গ্রাম হবে।

উল্লেখ্য, শাওমি তাদের আসন্ন সিভি ৩ স্মার্টফোনের লঞ্চের তারিখ আগামী ২৫শে মে নির্ধারণ করেছে। এই লঞ্চ ইভেন্টটি চীনের স্থানীয় সময় অনুসারে দুপুর ২টো (ভারতীয় সময়ে সকাল ১১:৩০ টা) থেকে শুরু হবে। লঞ্চ-পরবর্তী সময়ে এই ফোনকে একাধিক আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে, যথা – অ্যাডভেঞ্চার গোল্ড, কোকোনাট গ্রে, মিন্ট গ্রিন এবং রোজ পার্পল শেড। যদিও চীনের বাইরে অর্থাৎ ভারত সহ বিশ্ববাজারে Xiaomi Civi 3 স্মার্টফোনকে কতদিনে উপলব্ধ করা হতে পারে সেই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি শাওমি।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Xiaomi Civi 2 মডেলটির প্রারম্ভিক মূল্য ছিল ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,০০০ টাকা)। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রাখা হয়েছিল।