একবার চার্জে চলবে ৯০ দিন, ভারতে ইলেকট্রিক টুথব্রাশ আনছে Realme

বাজারের মূলধারার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলির পাশে নিজের জায়গা করে নিতে নানারকম চেষ্টা করছে Realme। ইতিমধ্যেই সংস্থাটি স্মার্টফোনের পাশাপাশি স্মার্টটিভি, ইয়ারফোন বা ট্রু ওয়্যারলেস হেডফোনের মত প্রোডাক্ট বাজারে এনেছে। এবার রিয়েলমি, ভারতের বাজারে ইলেকট্রিক টুথব্রাশ আনতে চলেছে। আগামী ৩রা সেপ্টেম্বর সংস্থাটি এই Realme M1 Sonic Electric Toothbrush টি লঞ্চ করবে। ইতিমধ্যেই এই প্রোডাক্টটি স্পেসিফিকেশন সহ রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

প্রথমেই বলে রাখি, রিয়েলমি এম১ সনিক ইলেকট্রিক টুথব্রাশটিতে হাই-ফ্রিকোয়েন্সি যুক্ত (প্রতি মিনিটে ৩৪,০০০ বার) সোনিক মোটর থাকবে এবং ডুপন্ট (DuPont) অ্যান্টি-ব্যাকটেরিয়াল ব্রিজল থাকবে। সংস্থার দাবি, এটি ইউজারকে পরিচ্ছন্নতার সেরা অনুভব দেবে। এছাড়া এতে, একটি ৩.৫৫ মিলিমিটার পাতলা মেটাল-ফ্রি ব্রাশ হেড রয়েছে, যা ৬০ ডেসিবেলের নিচে অর্থাৎ কম শব্দ করবে।

ওরাল ক্লিনিংয়ের জন্য টুথব্রাশটিতে মোট চারটি মোড থাকবে – ক্লিন মোড (প্রতিদিনের ব্যবহারের জন্য), সফ্ট মোড (সেন্সিটিভ দাঁতের জন্য), হোয়াইট মোড (ডিপ ক্লিনিংয়ের জন্য) এবং পলিশ মোড (দাঁত ঝকঝকে বা উজ্জ্বল করার জন্য)।

অন্য স্পেসিফিকেশনের কথা বললে, Realme M1 Sonic Electric Toothbrush টিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং একবার চার্জে ৯০ দিনের ব্যাটারি লাইফ সরবরাহ করে। আগ্রহীরা এই টুথব্রাশটির সাদা এবং নীল রঙের বিকল্প পেয়ে যাবেন।

রিয়েলম ইন্ডিয়ার সিইও এবং ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ এই নতুন হেল্থ কেয়ার প্রোডাক্টটি সম্পর্কে টুইট করে জানিয়েছেন, এটি ইউজারদের জন্য খুবই কার্যকরী হবে। আগামী দিনে এটি ট্রেন্ডসেটর হিসেবে বিবেচিত হবে এমন আশা করছেন মাধব। আগামী পরশু দিন দুপুর সাড়ে ১২টায়, Realme 7 এবং Realme 7 Pro স্মার্টফোনদুটির সাথে Realme M1 ইলেকট্রিক টুথব্রাশটি কেনার জন্য উপলব্ধ হবে।

ইতিমধ্যে, ভারতীয় বাজারে Xiaomi-র দুটি ইলেকট্রিক টুথব্রাশ (Mi Electric Toothbrush T100 এবং Mi Electric Toothbrush T300) রয়েছে। দেখা যাক রিয়েলমির নতুন প্রোডাক্টটি কীরকম সাড়া ফেলতে পারে।