রেডমির ইতিহাসে এমন ক্যামেরা প্রথমবার! নয়া Redmi K70 Pro-তে কী কী চমক থাকবে দেখুন

রেডমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের K-সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। শোনা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বর মাসে Redmi K70 সিরিজের অধীনে Redmi K70, K70 Pro এবং K70e মডেলগুলি চীনের মার্কেটে পা রাখবে। তবে লঞ্চের কিছু মাস বাকি থাকলেও, আপকামিং লাইনআপটিকে টেক দুনিয়ায় ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। অনলাইনে স্পেসিফিকেশন ফাঁস হওয়ার মাধ্যমে জল্পনা আরও তীব্র হয়েছে।

Redmi K70 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রেডমি কে৭০ প্রো-তে সরু বেজেল সহ ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি 2K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যা চলতি বছরের অক্টোবরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিট ২০২৩ (Snapdragon Summit 2023) ইভেন্টে লঞ্চ করা হবে।

ব্যাটারি ও চার্জিংয়ের ক্ষেত্রে, রেডমি কে৭০ প্রো ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে টিপস্টার দাবি করেছেন। পূর্বসূরি, রেডমি কে৬০ প্রো মডেলটি ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। অনুমান করা হচ্ছে, আপগ্রেড ভার্সনেও একই ওয়্যারলেস চার্জিং ক্ষমতা প্রদান করবে।

উল্লেখ্যযোগ্যভাবে, Redmi K70 Pro টেলিফটো ক্যামেরা সহ প্রথম রেডমি ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটির রিয়ার ক্যামেরা মডিউলটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরাটি একটি ভাল মানের টেলিফটো ক্যামেরার সাথে যুক্ত হবে, যা ৩x অপটিক্যাল জুম অফার করবে। মজবুতির জন্য, ধাতব ফ্রেম দ্বারা সজ্জিত হবে বলা শোনা যাচ্ছে।

উল্লেখ্য, K70 সিরিজে অন্তর্ভুক্ত Redmi K70e মডেলটি আসন্ন Dimensity 9300 প্রসেসরের সাথে লঞ্চ হতে পারে, তবে এটি শুধুমাত্র চীনা বাজারেই সীমাবদ্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু, Redmi K70 এবং K70 Pro মডেলগুলিকে ভারত সহ চীনের বাইরের বাজারে যথাক্রমে Poco F6 এবং F6 Pro হিসাবে রিব্র্যান্ড করা হবে। Poco F6 সিরিজ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।