Vivo Y12 4G বাজেটের মধ্যে ডুয়েল রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে

Vivo Y12 4G এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ১১,৮০০ টাকা

Vivo Y12 বাজেট রেঞ্জে আজ লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ১১ হাজার টাকার কাছাকাছি। এই ফোনে পাওয়া যাবে এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। আবার এটি ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আর এটি একটি 4G ফোন। আসুন Vivo Y12 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y12 4G এর দাম ও লভ্যতা

ভিভো ওয়াই১২ ৫জি এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ১১,৮০০ টাকা। এটি ওয়াইল্ড গ্রীন ও ক্রিস্টাল পার্পেল কালারে পাওয়া যাবে। আপাতত ফোনটি চীনে লঞ্চ হয়েছে। আশা করা যায়, শীঘ্রই এটি অন্যান্য দেশেও আসবে।

Vivo Y12 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই১২ ৪জি ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬১২ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ১২৮ জিবির বেশি বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Vivo Y12 4G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y12 4G মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।