প্রথমবার ভারত ও বিশ্ব বাজারে একই দিনে সেল শুরু হচ্ছে iPhone 15 সিরিজের, তারিখ জানালো Apple

গ্লোবাল মার্কেট ও ভারতে একই দিনে Apple iPhone 15 সিরিজের সেল শুরু হবে

এতদিন ধরে বিশ্ববাসী নয়া Apple iPhone 15 সিরিজের লঞ্চ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল। অবশেষে গতকাল রাতে আলোচ্য লাইনআপকে ভারত সহ গ্লোবাল মার্কেটে উন্মোচন করা হয়। যারপর থেকে ১৫তম প্রজন্মের আইফোন সিরিজের সেলের তারিখ জানতে ফ্যানেরা উদগ্রীব হয়ে আছে। সেক্ষেত্রে লঞ্চ ইভেন্টে Apple নিশ্চিত করে যে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে নতুন আইফোন মডেলগুলিকে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। আজ্ঞে হ্যাঁ! iPhone 15 সিরিজ আগামী ২২ সেপ্টেম্বর থেকে কেনা যাবে।

গ্লোবাল মার্কেট ও ভারতে একই দিনে Apple iPhone 15 সিরিজের সেল শুরু হবে

সদ্য প্রকাশ্যে আসা একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, Apple প্রথমবার গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও একই দিনে তাদের নয়া iPhone 15 সিরিজের সেল চালু করবে। জানিয়ে রাখি, গত বছর পর্যন্ত Apple বিশ্ববাজারে লঞ্চের পর থেকে তাদের আইফোন মডেলগুলির সেল লাইভ করত। তারপর, এক বা দুই সপ্তাহের ব্যবধানে সংস্থাটি ভারতে ডিভাইসগুলিকে বিক্রির জন্য উপলব্ধ করতো। কিন্তু এই বছর সম্পূর্ণ ব্যতিক্রমী ভূমিকা পালন করতে দেখা যাবে Apple-কে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি আগামী ২২শে আগস্ট ভারতে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোনের সেল শুরু হতে চলেছে।

অ্যাপলের এই আকস্মিক সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। তবে টেক বিশ্লেষকদের মতে, একই তারিখে প্রথম সেল লাইভ করার এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে সংস্থাটি ভারতীয় বাজারে নিজেদের সেলস গ্রোথ সম্পর্কে যথেষ্ট আস্থাশীল। এছাড়া ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার হওয়ায়, অ্যাপল এদেশে তাদের প্রতিপত্তি বৃদ্ধি করার জন্যও মার্কেটিং স্ট্রাটেজি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারে।

প্রসঙ্গত, টিম কুকের সংস্থাটি ফক্সকনের সাথে হাত মিলিয়ে গত বছরের ন্যায় এই বছরও তামিলনাড়ুর প্ল্যান্টে দেশীয়ভাবে তাদের আইফোন ইউনিটগুলি তৈরি করেছে। আর এই কারণেই একই তারিখে ভারত ও বিশ্বব্যাপী আইফোন ১৫ সিরিজের সেল রাখা হয়েছে। আর সেদিন সব ভারতে তৈরি মডেল কেনার সুযোগ পাবেন ভারতীয় ক্রেতারা।