Tata Tiago CNG, Tigor CNG: টাটা টিয়াগো ও টিগরের সিএনজি ভার্সন লঞ্চ হচ্ছে আগামী মাসে, বুকিং চালু

নতুন বছরে সিএনজি (CNG) ভার্সনে লঞ্চ হতে চলেছে Tata-র দুই জনপ্রিয় মডেলের গাড়ি। Tata Tiago CNG ও Tata Tigor CNG ২০২২-এর জানুয়ারি মাসে ভারতের বাজারে আসতে পারে বলে খবর। যদিও এ বিষয়ে সংস্থার তরফে খোলাখুলি কিছু জানানো হয়নি। তবে সংস্থার ডিলারশিপ সূত্রে এমনই তথ্য সামনে এসেছে। চলতি বছরের নভেম্বরে গাড়িগুলি লঞ্চ হওয়ার কথা থাকলেও, শেষমেষ তা পিছিয়ে দেওয়া হয়। এদিকে কয়েকজন ডিলার Tata Tiago ও Tata Tigor এর সিএনজি ভার্সনের আনঅফিসিয়াল বুকিং নেওয়া শুরু করে দিয়েছে, যা জল্পনা বাড়িয়েছে৷

দীর্ঘদিন ধরেই টিয়াগো (Tiago) ও টিগর (Tigor) গাড়ির সিএনজি (CNG) ভার্সনের টেস্টিং করে চলেছে টাটা (Tata)। বাজারে এলে যা হবে টাটার প্রথম প্রাকৃতিক গ্যাস বা সিএনজি-তে চলা যাত্রীবাহী গাড়ি। ইতিমধ্যেই টাটা মোটর্সের কয়েকজন ডিলার গাড়িগুলির বুকিং দেওয়া শুরু করে দিয়েছে। ডিলারভেদে ১১,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার বিনিময়ে করা যাচ্ছে বুকিং। এটি রিফান্ডেবল অর্থাৎ বুকিংয়ের জন্য প্রদেয় টাকা ফেরতযোগ্য।

বর্তমানে বাজারচলতি পেট্রোল ভার্সনের টাটা টিয়াগো এবং টিগর গাড়িতে রয়েছে ১.২ লিটারের তিনটে সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন। এর থেকে সর্বোচ্চ ৮৪.৮ এইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যায়। এর ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন অপশনে ৫-গতির গিয়ার বক্স আছে।

তবে আসন্ন সিএনজি ভার্সনের টাটা টিয়াগো এবং টাইগর গাড়ি দুটিতে ১.২ লিটার পেট্রোল মোটরের ডি-টিউনড ভার্সন দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবার এতেও পাঁচটি গিয়ার বক্সের দেখা মিলতে পারে। অন্যদিকে এর পেট্রোল ভ্যারিয়েন্টগুলির তুলনায় সিএনজি ভার্সনের গাড়ি দুটির দাম ৫০,০০০-৬০,০০০ টাকা বেশি হবে বলেই ধারণা। Tata Tiago CNG-র সাথে বাজারে Hyundai Santro CNG, Maruti Suzuki WagonR S-CNG গাড়িগুলির প্রতিদ্বন্দ্বিতা চলবে। অন্যদিকে Tata Tigor CNG-এর সাথে প্রতিযোগিতা চলবে Hyundai Aura CNG-র।