আইকোর নতুন স্মার্টফোন iQOO Z7s দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই, হাজির হল BIS সাইটে

iQOO Z7 সিরিজ বাজারে এসেছে গত মার্চ মাসে। তবে এদিকে ক’দিন ধরেই শোনা যাচ্ছে যে, কোম্পানি এই লাইনআপের আরেকটি নতুন মডেলের ওপর কাজ করছে। যা iQOO Z7s নামে মার্কেটে লঞ্চ হবে। গত মাসে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এর ওয়েবসাইটে মডেলটি দেখা গিয়েছিল। এখন এটি গুগল (Google)-সাপোর্টেড ডিভাইসের তালিকাতেও উপস্থিত হয়েছে। আর এখন iQOO Z7s ভারতের বিআইএস (BIS) ওয়েবসাইটে স্পট করা গেছে, যা ইঙ্গিত করছে যে এটি শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখবে।

iQOO Z7s শীঘ্রই ভারতে আসছে

বর্তমানে, আইকো জেড৭ সিরিজে স্ট্যান্ডার্ড আইকো জেড৭, জেড৭এক্স, এবং জেড৭আই – এই তিনটি মডেল বর্তমান। এখন এই লাইনআপে যুক্ত হতে চলেছে আইকো জেড৭এস, যা i2223 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে।

বিআইএস থেকে স্মার্টফোনটির দাম বা বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ না হলেও, এখনও যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, ডিভাইসটি ব্লুটুথ ৫.১ সাপোর্ট সহ আসবে। উল্লেখ্য, বিদ্যমান স্ট্যান্ডার্ড iQOO Z7 মডেলটি বাজেট রেঞ্জে বেশ কিছু উৎকৃষ্ট স্পেসিফিকেশন অফার করে।

iQOO Z7 এর হাইলাইট ৬.৬৪ ইঞ্চির এলসিডি প্যানেল, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত, যেখানে ইন্দোনেশিয়ান মডেলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট রয়েছে। আসন্ন iQOO Z7s মডেলেও কিছুটা অনুরূপ স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।