১০,০০০ টাকার কমে সেরা Realme স্মার্টফোনগুলি দেখে নিন

একটি অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন কেনার ক্ষেত্রে যদি আপনার পকেটের অবস্থা অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে আজ আমরা আপনাদের এমন ৫টি সেরা Realme স্মার্টফোনের খোঁজ দেব, যেগুলির দাম ১০,০০০ টাকার নিচে থাকবে। কিন্তু দাম কম হওয়ার অর্থ এই নয় যে, আপনাকে ফিচারের দিক থেকে আপস করতে হবে। জানিয়ে রাখি এই প্রত্যেকটি স্মার্টফোনেই পাওয়া যাবে উন্নত প্রসেসর, ভালো ক্যামেরা, বেশি স্টোরেজ এবং এইচডি প্লাস ডিসপ্লে। আবার ফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০ এমএএইচ থেকে ৬,০০০ এমএএইচ -এর মধ্যে। তাহলে চলুন ১০,০০০ টাকার কমে উপলব্ধ সেরা ৫টি রিয়েলমি স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

১০,০০০ টাকার কমে Realme স্মার্টফোনের তালিকা

Realme Narzo 30A : রিয়েলমি নারজো ৩০এ স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ করা হয়েছে। যার মধ্যে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলা এই হ্যান্ডসেটে, ২০:৯ আসপেক্ট রেশিও এবং ৭২০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য ফোনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং মনোক্রোম পোর্টেট লেন্স যুক্ত ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। আর সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য নারজো সিরিজের এই স্মার্টফোনে, ১৮ ওয়াট ফাস্ট এবং রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Realme C11 (2021) : ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনের দাম ৬,৯৯৯ টাকা। এতে, ২০:৯ আসপেক্ট রেশিও এবং ৭২০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্টজ ক্লক রেটে অক্টা-কোর প্রসেসর। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করবে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে, ফোনের ব্যাক প্যানেল একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং সামনের দিকে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর বর্তমান। রিয়েলমি সি১১ (২০২১) হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

Realme C25 : রিয়েলমি সি২৫ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ৯,৯৯৯ টাকা। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত এই রিয়েলমি হ্যান্ডসেটের স্ক্রিন রেজোলিউশন এবং আসপেক্ট রেশিও পূর্ববর্তী মডেলগুলির ন্যায়। অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসরের সাথে সজ্জিত হয়ে আসা এই স্মার্টফোনে একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর। এছাড়া, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ইউজাররা ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। এতে, ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme C20 : অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত রিয়েলমি সি২০ স্মার্টফোনের ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৬,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। এতে, ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ৭২০x১,৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। অন্যান্য ফিচারের মধ্যে এতে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Realme C21 : ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে যুক্ত রিয়েলমি সি২১ স্মার্টফোন কেনার সময় ক্রেতারা দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। যার মধ্যে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৭,৯৯৯ টাকায়, আর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। রিয়েলমি তাদের এই হ্যান্ডসেটকে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরের সাথে নিয়ে এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমিইউ-এ চলবে। এছাড়া, সি সিরিজের এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা দেখা যাবে। এগুলি হলো, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর। আর থাকছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনে, রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন