JioCinema Premium: মাত্র 99 টাকায় 3 মাস লাইভ ক্রিকেট সহ সিনেমা, সবচেয়ে সস্তা OTT প্ল্যান আনছে জিও

খুব শীঘ্রই JioCinema ব্যবহারের জন্য কোম্পানি তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করতে পারে। Netflix, Amazon Prime-কে টেক্কা দিতেই এই পদক্ষেপ?

দিন চার-পাঁচ আগেই শোনা গিয়েছিল যে, JioTV, JioCinema-র পর Reliance Jio এবার একটি নতুন OTT অ্যাপ আনতে পারে, যা সম্ভবত JioVoot নামে লঞ্চ হবে। আর এই নয়া প্ল্যাটফর্মটিতে স্বল্প সাবস্ক্রিপশন চার্জের বিনিময়ে লেটেস্ট সিনেমা, শো, ক্রিকেট ম্যাচ ইত্যাদি উপভোগ করা যাবে এমনটাও বলছিলেন অনেকেই। সেক্ষেত্রে এই বিষয়ে সংস্থা কিছু নিশ্চিত করে না বললেও, এখন ফের এই পুরোনো জল্পনা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। আসলে এই প্রথমবার Disney+Hotstar প্ল্যাটফর্মটির বদলে IPL ম্যাচ টেলিকাস্টের স্বত্ব পেয়েছে JioCinema; আর চলতি IPL 2023 ক্রিকেট মরশুমে এখানে দর্শকরা রেকর্ড হারে ভিড় বাড়িয়েছেন, যার ফলে খবরের শিরোনামে বারবার প্ল্যাটফর্মটি জায়গা করে নিয়েছে।

কিন্তু এতদিন অবধি ফ্রি-তে এই প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা গেলেও, কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই JioCinema ব্যবহারের জন্যও চার্জ দিতে হবে। আবার কেউ কেউ বলছিলেন যে, JioCinema-কেই JioVoot-এ রূপান্তর করা হবে, যার সাবস্ক্রিপশন প্ল্যানের দাম শুরু হবে মাত্র ৯৯ টাকা থেকে (OTT প্ল্যাটফর্মের নিরিখে সবচেয়ে কম চার্জ)। এমতাবস্থায়, একটি নতুন টেস্ট ওয়েবসাইটে JioCinema-র সম্ভাব্য তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। এগুলি নাকি JioCinema Premium নামে চালু হতে পারে।

JioCinema Premium: মাত্র ৯৯ টাকায় মিলবে ৩ মাসের সাবস্ক্রিপশন

আগেই বলেছি, জিওসিনেমার সাবস্ক্রিপশন প্ল্যান বা জিওসিনেমা প্রিমিয়াম সম্পর্কের কোম্পানি নিজে এখনও কিছু ঘোষণা করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, জিওসিনেমা প্রিমিয়ামের অধীনে তিনটি প্ল্যান থাকবে, যার মধ্যে গোল্ড (Gold) প্ল্যানের দাম পড়বে ৯৯ টাকা এবং এটি তিন মাসের জন্য বৈধ হবে। শুধু তাই নয়, এই প্ল্যানের অধীনে ইউজাররা দুটি ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করে প্ল্যানটির ফায়দা তুলতে পারবেন।

দ্বিতীয় প্ল্যানটি অত্যন্ত আকর্ষণীয়, এর দাম হবে মাত্র ২ টাকা যা সাবস্ক্রাইব করলে একদিনের জন্য এই প্ল্যাটফর্মের প্রিমিয়াম কন্টেন্ট দুটি ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে। এক্ষেত্রে প্ল্যানের আসল দাম পড়বে ২৯ টাকা, কিন্তু এতে কোম্পানি ৯৩% ডিসকাউন্ট দেবে।অনুমান করা হচ্ছে, জিওসিনেমার তৃতীয় প্লাটিনাম (Platinum) প্ল্যানটিতে ৫৯৯ টাকার বদলে ১২ মাসের জন্য চারটি ডিভাইসে অ্যাক্সেস মিলবে। যদিও এই টপ-এন্ড প্ল্যানের আসল দাম হবে ১,১৯৯ টাকা। এছাড়া জল্পনার ভিত্তিতে বলা যায়, এই তিন প্ল্যানেই ‌4K কোয়ালিটিতে যেকোনো ডিভাইসে সব ধরণের কন্টেন্ট দেখা যাবে।

এখনও কিছু বলেনি Jio

জিওভুট বা জিওসিনেমার সাবস্ক্রিপশন সম্পর্কিত জল্পনায় জিও খুব শীঘ্রই শিলমোহর দেবে বলে আশা করা যায়। সম্ভবত এই বছরের আইপিএল শেষ হলেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসবে। আর একবার এমনটা হলেই কিন্তু জিওসিনেমার কন্টেন্ট দেখার জন্য দিতে হবে চার্জ।