Realme GT 2 সিরিজ চীনের পর এবার গ্লোবাল মার্কেটে আসছে, লঞ্চের টাইমলাইন প্রকাশ

গতমাসে চীনে রিয়েলমি তাদের Realme GT 2 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Realme GT 2 এবং Realme GT 2 Pro Qualcomm Snapdragon প্রসেসর এবং দুর্দান্ত ডিজাইন সহ বাজারে আত্মপ্রকাশ করেছে। চীনে লঞ্চের পরই জল্পনা চলছিল ভারত সহ গ্লোবাল মার্কেটেও এই ডিভাইসগুলি খুব শীঘ্রই পা রাখবে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আগামী মাসে অর্থাৎ মার্চেই ভারত এবং গ্লোবাল মার্কেটে Realme GT 2 সিরিজের হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরাবে সংস্থা।

Realme GT 2 গ্লোবাল মার্কেটে পা রাখবে আগামী মাসেই

চীনা স্মার্টফোন সংস্থা রিয়েলমি আগামী মাসেই তাদের রিয়েলমি জিটি ২ এবং রিয়েলমি জিটি ২ প্রো প্রিমিয়াম স্মার্টফোন দুটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও ঘোষণা করেনি সংস্থা। তবে টিপস্টার সুধাংশুর টুইট থেকে জানা গিয়েছে, রিয়েলমি জিটি ২ সিরিজের ডিভাইসগুলি বিশ্ববাজারে গ্রীন, হোয়াইট এবং ব্ল্যাক- এই কালার অপশন গুলিতে উপলব্ধ হবে। এছাড়া এই ফোনগুলির ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিকে কয়েকদিন আগেই গুগল প্লে কনসোল (Google Play Console)- এর সাইটেও দেখতে পাওয়া যায়, যা এই স্মার্টফোনগুলির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছিল।

রিয়েলমি জিটি ২- এর স্পেসিফিকেশন (Realme GT 2 Specifications)

গত ৪ জানুয়ারি চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি ২ ফোনে রয়েছে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এরসাথে স্ক্রিনের ওপর গরিলা গ্লাস ৫- এর সুরক্ষা রয়েছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত এবং এই ডিভাইসে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে।

Realme GT ফোনে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটি ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

রিয়েলমি জিটি ২ প্রো- এর স্পেসিফিকেশন (Realme GT 2 Pro Specifications)

রিয়েলমি জিটি ২ প্রো- তে গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা সহ ৬.৭৮ ইঞ্চির কোয়াড এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং এই ডিভাইসটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 2 Pro ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে উপস্থিত রয়েছে অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা এবং ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এছাড়া, দুটি ডিভাইসই অ্যানড্রয়েড ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। নিরাপত্তার জন্য, Realme GT 2 এবং Realme GT 2 Pro ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে। শোনা যাচ্ছে মার্চের শুরুতেই এই ফ্ল্যাগশিপ সিরিজটির লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।