Airtel এর ব্যবসায় থাবা বসাবে সস্তা Jio Phone Next?

গতকালই Google এর সাথে হাত মিলিয়ে সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, Jio Phone Next লঞ্চ করেছে Reliance Jio। লঞ্চ ইভেন্টে মুকেশ আম্বানি জানিয়েছে, এই সস্তা স্মার্টফোনটি সেই সব 2G ইউজারদের জন্য, যারা 4G নেটওয়ার্ক ব্যবহার করতে চায়। ফলে অনেকেই মনে করছিলেন, জিও ফোন নেক্সট লঞ্চ করে, মুকেশ আম্বানি আসলে Airtel ও Vodafone Idea (VI) এর 2G গ্রাহকদের নিজের নেটওয়ার্কে আনতে চাইছে। যদিও আজ Airtel এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, সাশ্রয়ী মূল্যের এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাদের ব্যবসায় কোনো রকম প্রভাব ফেলবে না।

Jio Phone Next কোনো প্রভাব ফেলবে না Airtel এর ব্যবসায়

এয়ারটেলের তরফে বলা হয়েছে, জিও-গুগলের বাজেট স্মার্টফোন অবশ্যই ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহার করার সুযোগ করে দেবে। তবে এতে এয়ারটেলেরই বেশি সুবিধা হবে। কারণ এয়ারটেল এখন কোয়ালিটি কাস্টমার খোঁজার পাশাপাশি ও ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা দিচ্ছে। ফলে এই সমস্ত ক্রেতারা এয়ারটেল কে বেছে নেবে

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের এই দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটি, 2G এবং 3G এয়ারওয়েভকে পুনর্নির্মাণ করে 4G নেটওয়ার্কে ব্যবহার করার চেষ্টা করছে, যাতে 4G পরিষেবা আরো উন্নত করা যায়। যদিও এর অর্থ এটা নয় যে, Airtel, 2G ও 3G নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করে দিতে চায়।

কারণ তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, 2G নেটওয়ার্ক বন্ধ করার ভাবনা তাদের মাথায় নেই। ভবিষ্যতে যদি কখনো 2G নেটওয়ার্ক থেকে তাদের ব্যবসা মন্দ চলে, তবেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন