লঞ্চের আগেই Vivo X100-এর দাম ফাঁস করে দিল ই-কমার্স সাইট! ক্যামেরায় বিরাট চমক

ভিভো শীঘ্রই তাদের বহু প্রতীক্ষিত Vivo X100 সিরিজটি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপের অধীনে Vivo X100 ও Vivo X100 Pro মডেল দুটি চলতি বছরই বাজারে পা রাখবে। অন্যদিকে, আগামী বছরের শুরুর দিকে উচ্চতর Vivo X100 Pro+ ফোনটি উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। তবে এখন লঞ্চের আগেই চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম, জিংডং মল (JD.com) থেকে বেস Vivo X100 মডেলের দাম ফাঁস হয়ে গিয়েছে।

Vivo X100-এর দাম (সম্ভাব্য)

ই-কমার্স সাইটটির লিস্টিং অনুযায়ী, ভিভো এক্স১০০ ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম হবে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৫০০ টাকা)। ভিভো এক্স১০০ লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ডিভাইসটিকে দেখা গেছে, যা প্রকাশ করেছে, ফোনটিতে ১৬ জিবি এলপিডিডিআর৫টি র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে৷ ভিভো এক্স১০০ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কোম্পানির ফানটাচ ওএস ১৪ (Funtouch OS 14) স্কিনে রান করবে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X100-এ পেরিস্কোপ টেলিফটো ফটোগ্রাফির জন্য Vario-APO-Sonnar Zeiss লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, স্মার্টফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে – অরেঞ্জ, হোয়াইট এবং ব্লু। Vivo X100 সিরিজের লঞ্চের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সেটা এই মাসে বলেই আশা করা হচ্ছে।