সদ্য লঞ্চ হওয়া Poco M2 Pro ফোনে কেন ব্যান হওয়া চীনের অ্যাপ, তুঙ্গে বিতর্ক

ভারত সরকার কিছুদিন আগেই জাতীয় সুরক্ষার কারণে ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করেছিল। যেগুলি ইতিমধ্যেই প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ব্যবহার ও করা সম্ভব হচ্ছেনা। কিন্তু সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার অভিষেক ভাটনগর তার একটি ভিডিওতে জানিয়েছেন যে, শাওমির সাব ব্র্যান্ড পোকো-র নতুন ফোন, Poco M2 Pro স্মার্টফোনের সঙ্গে প্রি ইন্সটল হয়ে আসছে বেশ কিছু অ্যাপ্লিকেশন যেগুলি ভারত সরকারের তরফ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে Helo এর মত অ্যাপ্লিকেশন।

শুধুমাত্র অভিষেক নয়, আরো বিভিন্ন ইউটিউবার এবং ব্লগাররা জানিয়েছেন যে, এই স্মার্টফোনের সাথে ক্লিন মাস্টার এর মত অ্যাপ্লিকেশন আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে বর্তমানে বেশ সমস্যার মুখে পড়েছে শাওমি।

বৃহস্পতিবার শাওমি একটি খোলা চিঠিতে, তার গ্রাহকদের জানিয়েছে যে, শাওমির কাছে গ্রাহকের সুরক্ষা সবার আগে। এই কারণে চিন্তার তেমন কোন কারণ নেই। পোকো র তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি সেই সময় দেওয়া হয়েছিল যখন ভারত সরকারের তরফ থেকে এগুলিকে ব্যান করা হয়নি। যেহেতু নতুন করে আর কোনো সফটওয়্যার আপডেট করা হয়নি টাও এই অ্যাপ্লিকেশনগুলি রয়ে গিয়েছে। এছাড়াও পোকো জানিয়েছে যে, তারা শীঘ্রই একটি নতুন আপডেটের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলি কে সরিয়ে ফেলবে তাদের স্মার্টফোন থেকে।

Poco India-র তরফে তাদের ফ্যানদের জন্য একটি খোলা চিঠিতে বলেছে, ‘আমরা এই চিঠির মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে, এই সফটওয়্যার ভার্সন এবং ডিভাইসটি তৈরি করা হয়েছিল ভারত সরকারের আদেশ এর আগে। এই কারণেই এখনও এই অ্যাপ্লিকেশনগুলি রয়ে গিয়েছে। আমরা আপনাকে আশ্বাস দিতে চাই যে, আপনার কোন ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করা হবে না। আমরা ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা নিতে শুরু করেছি, যাতে আগামী কিছুদিনের মধ্যে একটি সফটওয়্যার আপডেট নিয়ে এসে এই অ্যাপ্লিকেশনগুলিকে সম্পূর্ণরূপে মুছে ফেলা যায় আপনার স্মার্টফোন থেকে। আপনার কোন রকম তথ্য আমরা ব্যান হয়ে যাওয়া অ্যাপ্লিকেশনগুলি সাথেও শেয়ার করব না। তাই চিন্তার কোন কারণ নেই।’