দাম ১২ হাজার টাকার কম, Coolpad Cool 20s লঞ্চ হল 5G সাপোর্টের সাথে

কুলপ্যাড আজ তাদের হোম মার্কেট চীনে লঞ্চ করেছে Cool 20 সিরিজে অন্তর্ভুক্ত নতুন Coolpad Cool 20s হ্যান্ডসেটটি। গত বছর মে মাসে Cool 20 বেস মডেলটি উন্মোচন করেছিল সংস্থা, যেটি একটি ৪জি ডিভাইস ছিল। এরপর গত নভেম্বরে MediaTek Dimensity 900 দ্বারা চালিত Cool 20 Pro-এর ওপর থেকেও পর্দা সরানো হয়, যা ছিল একটি ৫জি মডেল। আর সদ্য উন্মোচিত হওয়া ৫জি কানেক্টিভিটি যুক্ত Coolpad Cool 20s স্পেসিফিকেশনের দিক থেকে এই দুই ডিভাইসের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এতে এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং MediaTek Dimensity 700 চিপসেটটি রয়েছে। চলুন Coolpad Cool 20s-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷

কুলপ্যাড কুল ২০এস-এর মূল্য এবং লভ্যতা (Coolpad Cool 20s Price and Availability)

কুলপ্যাড কুল ২০এস-এর দাম শুরু হচ্ছে মাত্র ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৬০০ টাকা) থেকে। হ্যান্ডসেটটি ফায়ারফ্লাই ব্ল্যাক, মুন শ্যাডো হোয়াইট এবং অ্যাজুর ব্লু- এই তিন কালার অপশনে বেছে নেওয়া যাবে। কুল ২০এস এখন চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ১৭ জুন এর প্রথম সেলটি অনুষ্ঠিত হবে।

কুলপ্যাড কুল ২০এস-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Coolpad Cool 20s Specifications and Features)

কুলপ্যাড কুল ২০এস-এ ৬.৫৮ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যার ওপরে সেলফি ক্যামেরা জন্য টিয়ারড্রপ নচ ডিজাইন দেওয়া পাওয়া যায়। এই ডিসপ্লেটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ ডিভাইসটি ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি/ ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। কুল ২০এস অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কুল ওএস ২.০ (Cool OS 2.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Coolpad Cool 20s-এর রিয়ার প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আবার ফোনের সামনে সেলফি ভিডিও কলের জন্য, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Cool 20s-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই নয়া কুলপ্যাড স্মার্টফোনে ডুয়েল সিম স্লট, ৫জি সংযোগ,ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি-সি পোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।