কমছে ChatGPT-র জনপ্রিয়তা, হঠাৎ কেন ইউজাররা এই AI টুল থেকে মুখ ফেরাচ্ছেন?

বিগত কয়েক মাসে ChatGPT হয়ে উঠেছে আমাদের জীবনের নিউ নর্ম্যাল, কিন্তু এই জনপ্রিয়তার হঠাৎ ছন্দোপতন হতে দেখা যাচ্ছে।

বিগত কয়েক মাস ধরেই সাধারণ মানুষের জীবনে বিশেষ জায়গা করে নিয়েছে ChatGPT। বিভিন্ন কাজের পাশাপাশি এই AI টুলটিতেই বিনোদন খুঁজছেন অধিকাংশ ইউজার, আর প্রযুক্তি সংক্রান্ত যেকোনো চর্চায় এই নাম উঠে আসছে। তবে এবার, ChatGPT-র এই বিশাল জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে বলেই মনে হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইউজারদের মধ্যে ২০২২ সালের নভেম্বরে চালু হওয়া OpenAI-এর এই অ্যাপটির ক্রেজ কমছে, ইতিমধ্যেই এর ব্যবহারকারীর (মোবাইল এবং ডেস্কটপ উভয় ডিভাইস মিলিয়ে) সংখ্যা ১০ শতাংশ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে, গত মাসে প্রথমবারের মতো ChatGPT-র ইউজারের সংখ্যা কমতে দেখা গেছে। যদিও এই ঘটনার পেছনে সঠিক কারণ খুঁজে বের করা যায়নি।

নভেম্বরেই দ্রুত ইউজার বাড়ে ChatGPT-র

অ্যানালিটিক্স এবং মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব (SimilarWeb)-এর প্রতিবেদনের ভিত্তিতে বলা যায় যে, নভেম্বরে চালু হওয়ার পর থেকেই চ্যাটজিপিটি বটটির ওয়েব ট্র্যাফিক অত্যন্ত দ্রুত হারে (পড়ুন লাফিয়ে লাফিয়ে) বেড়েছিল। কিন্তু তুমুল জনপ্রিয়তার মধ্যেও আকস্মিকভাবে এই বৃদ্ধির হার চলতি বছরের মার্চ মাসে এসে আটকে যায় – ওই সময় থেকেই চ্যাটজিপিটির ইউজার কমতে শুরু করে এবং মে মাসে এটি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়।

সিমিলারওয়েবের মতে, চ্যাটজিপিটি, ঠিক যত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিল এখন ঠিক সেই হারেই তার ইউজার সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এই এআই টুলের ওয়েবসাইটেও ভিজিটর কমছে। এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই দেখার।

ইউজারদের আকৃষ্ট করতে ব্যর্থ ChatGPT?

শুরুতেই বলেছি যে, চ্যাটজিপিটি এআই চ্যাটবটের ব্যবহারকারী কমে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে সিমিলারওয়েব দাবি করেছে যে, এই চ্যাটবট সম্পর্কে মানুষের প্রাথমিক উত্তেজনা হ্রাস পেয়েছে। ট্রেন্ড পুরোনো হতেই এটি এখন আগের মতো ইউজারদের আকৃষ্ট করতে পারছেনা। এছাড়া ইউজার সংখ্যা কমে যাওয়ার পেছনে বটের অপব্যবহারও দায়ী হতে পারে। শুধু তাই নয়, অনেক সময় শোনা গেছে যে চ্যাটজিপিটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য শেয়ার করছে, হতে পারে সেই কারণে ব্যবহারকারীরা এর ওপর ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়ছেন!