Tata Punch CNG: দমদার মাইলেজ, লৌহকঠিন সুরক্ষা, টাটার নয়া গাড়ি বাজারে হাজির, দাম কত

দীর্ঘদিন ধরে জল্পনার কেন্দ্রে থাকা Tata Punch iCNG অবশেষে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। টাটা মোটরস (Tata Motors) এই ফাইভ স্টার সেফটি রেটিং যুক্ত মাইক্রো এসইউভির নয়া সিএনজি ভার্সনের দাম ৭.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে। আর টপ এন্ড ভার্সনটি কিনতে খরচ পড়বে ৯.৬৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তিনটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে গাড়িটি – পিওর, অ্যাডভেঞ্চার এবং অ্যাকমপ্লিস্ড।

Tata Punch iCNG লঞ্চ হল

Punch iCNG-র অ্যাডভেঞ্চার মডেলটি রিদম প্যাক এবং অ্যাকমপ্লিস্ড ভ্যারিয়েন্টটি ড্যাজেল এস প্যাক সমেত অফার করা হয়েছে। এছাড়া টাটা তাদের অন্য দুই সিএনজি মডেল Tiago iCNG ও Tigor iCNG-তেও আপডেট দিয়েছে। Punch iCNG-র চাকায় গতি আনতে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার থ্রি সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮৪.৮২ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে।

আবার সিএনজি মোডে আউটপুট ৭৫.৯৪ বিএইচপি শক্তি এবং ৯৭ এনএম টর্ক। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল ও ৫-স্পিড অটোমেটিক গিয়ারবক্স অপশনে বেছে নেওয়া যাবে। যদিও সিএনজি পাওয়ারট্রেন কেবলমাত্র ৫-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনে ছুটবে।

টাটার এই সিএনজি মডেলে ব্যবহার করা হয়েছে ডুয়েল সিলিন্ডার টেকনোলজি। একটি বৃহৎ সিএনজি সিলিন্ডারের পরিবর্তে দুটি ৩০ লিটারের ছোট সিলিন্ডার ব্যবহার করার ফলে বুট স্পেস বৃদ্ধি পেয়েছে। ফলে আরও বেশি মালপত্র বহন করা যাবে। Tata Punch iCNG একাধিক সেফটি ফিচার সহ হাজির হয়েছে। যেমন লিক ডিটেকশন ফিচার। এতে উচ্চমানের স্টেনলেস স্টিলের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। যেগুলি সহজে মরচে ধরবে না। আবার থার্মাল ইনসিডেন্ট প্রোটেকশন উপলব্ধ রয়েছে এতে। যার ফলে ইঞ্জিনে সিএনজি সরবরাহ প্রয়োজন মত নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এবং সিলিন্ডারে মজুত গ্যাস পরিবেশে মিশে যাবে।

আবার Tata Punch iCNG-তে উপস্থিত মাইক্রোসুইচ ফুয়েল লিড খোলা থাকলে ইঞ্জিন স্টার্ট হতে বাধা প্রদান করবে। ডিজাইনে পার্থক্য বলতে নতুন মডেলের iCNG ব্যাজিং দেওয়া হয়েছে। আবার সিএনজি ও পেট্রোলের মধ্যে জ্বালানির উৎস পরিবর্তিত করতে এতে রয়েছে একটি সিএনজি বাটন। সিএনজি গজ দেখানোর জন্য এর ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি আপডেট করা হয়েছে।