BMW Recalls: ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার আশঙ্কা, ১০ লক্ষের উপরে গাড়ি ফিরিয়ে নিচ্ছে বিএমডব্লিউ

ইঞ্জিন থেকে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে অগ্নিকাণ্ড। সেই আশঙ্কায় জার্মান বহুজাতিক বিএমডব্লিউ (BMW) তাদের ১০ লক্ষের উপরে গাড়ি বাজার থেকে ফেরত নেওয়ার ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু গাড়ির ইঞ্জিন ভেন্টিলেশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। যদিও এখনও কোনো অগ্নিকান্ডের খবর পাওয়া যায়নি, কিন্তু ইঞ্জিনের ভেন্টিলেশন সিস্টেমটি স্বাভাবিক ভাবে কাজ না করলে, অত্যাধিক তাপ উৎপন্ন হওয়ার ফলে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বিপত্তি।

জানা গিয়েছে, আমেরিকায় মোট ৯,১৭,০০০ টি, কানাডা ৯৮,০০০ টি এবং দক্ষিণ কোরিয়ায় ১৮,০০০ টি গাড়ির ত্রুটি সারানোর জন্য ফিরিয়ে নেবে বিএমডব্লিউ। আবার এই গাড়িগুলির মধ্যে বেশিরভাগ মডেল ২০০৬-২০১৩ সালে তৈরি হয়েছে বলে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (NHTSA) সূত্রে খবর। বিএমডব্লিউয়ের ওই গাড়িগুলিতে Mahle GmbH নামক একটি সংস্থার সরবরাহ করা ইঞ্জিনে গোলযোগটি ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ইঞ্জিন অত্যাধিক গরম হওয়ার অভিযোগে বিদ্ধ বিএমডব্লিউ। তবে গত মাসের শেষে সংস্থাটি নিজেদের মধ্যে পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের আশঙ্কা যথার্থ বলে মেনে নেয় এবং এই গাড়িগুলি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের মাঝামাঝি থেকে সংস্থার অথরাইজড ডিলারশিপ থেকে ইঞ্জিন সারাই করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত মাসে হুন্ডাই (Hyundai) এবং তার অধীনস্থ সংকিয়া (Kia) তাদের মোট ৪,৮৫,০০০ টি মডেলের গাড়ি ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিল। যার নেপথ্যে ছিল ত্রুটিপূর্ণ ‘অ্যান্টি হাইড্রোলিক ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট’৷ এর থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তারা।