Matter Aera: দেশের প্রথম গিয়ারযুক্ত ই-বাইক ফ্লিপকার্টে লঞ্চ হল, পেট্রল ছাড়াই যাবে 150km

এই একবিংশ শতাব্দীতে মানুষের অত্যাধুনিক হয়ে ওঠার যাত্রায় শামিল হয়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থা। ঘরে বসে যে কোনো জিনিস কেনাকাটার সুবিধার জন্য এই কোম্পানিগুলির রমরমা বেড়েই চলেছে। ব্যস্তময় জীবনে এক নিমেষে পণ্য ক্রয় করার ক্ষেত্রে আজ অসংখ্য ব্যক্তি Flipkart, Amazon-এর মতো প্ল্যাটফর্মের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই প্রথায় পা মেলাতে ইদানিং বহু টু-হুইলার কোম্পানি তাদের অতি সাধের মডেলগুলি নিয়ে ই-কমার্স প্ল্যাটফর্মের দারস্থ হচ্ছে। এবারে যেমন ভারতের অন্যতম নবীন ইলেকট্রিক বাইক নির্মাতা ম্যাটার (Matter) তাদের প্রথম মডেল Aera বিক্রির জন্য ফ্লিপকার্টে লঞ্চের ঘোষণা করল।

Matter Aera ইলেকট্রিক বাইক ফ্লিপকার্টে পাওয়া যাবে

দেশের প্রথম ফোর স্পিড গিয়ারবক্স যুক্ত বৈদ্যুতিক মোটরসাইকেল Matter Aera-এর লঞ্চের কালে ১.৪৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য মূল্যে এসেছিল। এটি চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – Aera 4000, Aera 5000, Aera 5000+ ও Aera 6000। তবে বর্তমানে কোম্পানি কেবলমাত্র Aera 5000 রেঞ্জের দাম প্রকাশ করেছে। Aera 5000 ও Aera 5000+ এর বর্তমান বাজার মূল্য যথাক্রমে ১,৪৩,৯৯৯ টাকা ও ১,৫৩,৯৯৯ টাকা (ফেম ২ ধরে দেশজুড়ে এক্স-শোরুম দাম)।

Matter Aera ফিচার ও স্পেসিফিকেশন

ম্যাটার এরা-এর ফিচারের তালিকায় উপস্থিত একটি এলইডি হেডলাইট, একটি টিফটি কনসোল স্মার্টফোন কানেক্টিভিটি এবং বিভিন্ন রাইডিং মোড। এতে আগ্রাসী ডিজাইন ফুটিয়ে তুলতে দেওয়া হয়েছে ক্লিপ অন হ্যান্ডেলবার, একটি স্প্লিট সিট, এবং ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। ম্যাটার এরা ৫০০০-এ উপস্থিত একটি ১০ কিলোওয়াট মোটর এবং একটি লিকুইড কুল্ড ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যা ১২৫ কিমি রেঞ্জ প্রদান করে। তবে টপ ভ্যারিয়েন্টের রেঞ্জ ১৫০ কিমি বলে দাবি করা হয়েছে।

একটি সাধারণ চার্জার দিয়ে Aera 5000-এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে পাঁচ ঘন্টা সময় লাগে। যেখানে ফাস্ট চার্জারে দু’ঘণ্টাতেই ফুল চার্জ হয়ে যায়। এটি ভারতের প্রথম ব্যাটারি চালিত মোটরসাইকেল, যাতে ফোর স্পিড ট্রান্সমিশন দেওয়া হয়েছে। একটি প্রেস বিবৃতিতে ম্যাটার জানিয়েছে, ফ্লিপকার্ট-এর সাথে গাঁটছড়া ক্রেতাদের বাড়ি বসে অনলাইনে ইলেকট্রিক টু-হুইলার কেনার সুবিধা দেবে।

এই প্রসঙ্গে ম্যাটার গোষ্ঠীর সিইও মোহাল লালভাই বলেন, স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে ই-কমার্স সংস্থাগুলি ভালো পরিষেবা দিচ্ছে। ফ্লিপকার্টের সাথে আমাদের জোট আরও বেশি সংখ্যক ক্রেতাকে পরিবেশবান্ধব যানবাহনের প্রতি আকৃষ্ট করবে। ফলে দীর্ঘস্থায়ী পরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে।”