বাজার কাঁপাবে Poco F6 সিরিজ, Sony-র দুর্দান্ত ক্যামেরা সহ থাকছে গরিলা গ্লাস স্ক্রিন

Poco F6 সিরিজ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হবে খুব শীঘ্রই। এই লাইনআপের স্মার্টফোনগুলি দীর্ঘদিন ধরেই খবরে রয়েছে। ইতিমধ্যেই Poco F6 এবং Poco F6 Pro সর্ম্পকে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্ট স্ট্যান্ডার্ড Poco F6 মডেলটির র‍্যাম, স্টোরেজ এবং ক্যামেরা সেটআপের ডিটেইলস প্রকাশ্যে এনেছে।

Poco F6-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

91মোবাইলস হিন্দির তরফে দাবি করা হয়েছে যে, পোকো এফ6-এর রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স920 প্রাইমারি ক্যামেরা থাকবে। আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, এটি ডুয়েল ক্যামেরা সেটআপ অফার করবে, যা একটি 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স882 প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সনি আইএমএক্স355 ক্যামেরা দ্বারা গঠিত হবে৷ আর সেলফির জন্য ওমনিভিশন ওভি20বি40 সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছিল, যা একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এখন মনে হচ্ছে যে এটি বাস্তবায়িত হবে না।

রিপোর্টে এও বলা হয়েছে যে, পোকো এফ6-এর অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত হবে। তবে পোকো এতে 3.5 মিমি হেডফোন জ্যাক রাখবে না। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর সহ আসবে। এটি এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং ইউএফএস 4.0 স্টোরেজ সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে। পোকো এফ6 আসলে রেডমি টার্বো 3-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেখে বলে জানা গেছে, যেটি সম্প্রতি চীনে রেডমি প্যাড প্রো ট্যাবলেটের সাথে আত্মপ্রকাশ করেছে।

এছাড়া, Poco F6-এ 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি অ্যান্ড্রোয়েড 14-এর ওপর ভিত্তি করে হাইপারওএস সফটওয়্যারে রান করবে। 120 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলেও জানা গেছে। জানিয়ে রাখি, Poco F6 সম্প্রতি 24069PC21I মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে উপস্থিত হয়েছে, যা নিশ্চিত করেছে যে এটি শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখবে।